চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২২ ডিসেম্বর ২০২১ – কুলগড়িয়া হাই মাদ্রাসার (বয়েজ) প্রাক্তন প্রধান শিক্ষক মাদ্রাসা শিক্ষা উন্নয়নের ও শিক্ষা আন্দোলনের কান্ডারী নিখিল বঙ্গ শিক্ষক সমিতি অবিভক্ত বর্ধমান জেলা কাউন্সিলের প্রাক্তন সদস্য ও বর্ধমান শিক্ষক সংসদ ট্রাস্টের প্রাক্তন সদস্য গোলাম কিবরিয়া আজ দুপুর ১.৩০ মিনিটে প্রয়াত হয়েছেন। নিখিল বঙ্গ শিক্ষক সমিতি পূর্ব বর্ধমান জেলা কিবরিয়া সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
কলকাতা পৌরসভার ভোটে রিগিং ও জালিয়াতির প্রতিবাদে মেমারী-২ এলাকার সাতগেছিয়া বাজারে প্রতিবাদ মিছিল ও সভা সংগঠিত হয় ।
সভায় বক্তব্য রাখেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক অশেষ কোনার, সিটু নেতৃত্ব সুদেব ঘোষ, কৃষক নেতৃত্ব কালিপ্রসাদ পাল। সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ ঘোষ। গণসংগীত পরিবেশন করেন হরিনারায়ন মোদক।
।