চিন্তন নিউজ, ১৯শে মার্চ ২০২৩,সংবাদ দাতা–কৃষ্ণা সরকার,গতকাল ১৮ই মার্চ, সি,আই,টি,ইউ, বর্ধমান শহর ১ ও ২ এরিয়া সমন্বয় কমিটির মিলিত উদ্যোগে, রাজ্য জুড়ে শিশু মৃত্যুর হার বেড়ে চলেছে, আর রাজ্য সরকার শিশু মৃত্যুর তথ্য লোপাট করছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কার্জনগেটে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। তারপর বি সি রোডে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ছিলেন সি আই টি ইউ পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম,সম্পাদক মন্ডলীর সদস্য তুষার মজুমদার ও ১ এবং ২ এরিয়া সমন্বয় কমিটির নেতৃত্ব সহ সংগঠক, শ্রমজীবী অংশের মানুষ।
১৪ দফা দাবিতে ৫ই এপ্রিল দিল্লিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে সামনে রেখে ভাতার ২ এরিয়া কমিটির সি,আই,টি , ইউ, এ,আই,কে, এস ,, এ,আই,এর,ডব্লিউ, ইউ,প্রভৃতি গণফ্রন্টের উদ্যোগে কনভেনশন করা হয়।কনভেনশনে সভাপতিত্ব করেন নিশীথ মালিক। বক্তব্য রাখেন সিতাংশু ভট্টাচার্য, অজয় ব্যানার্জী, ডালিম রায়, তারাপদ ঘোষ , রাস হাজরা। কনভেনশন শেষে কামার পাড়ায় মিছিল অনুষ্ঠিত হয়।
ডি,ওয়াই, এফ, আই বর্ধমান শহর ২নং আঞ্চলিক কমিটির অন্তর্গত ১৭নং ওয়ার্ড বেড় প্রাথমিক কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে রক্তদান কর্মসূচি পালিত হয়। সংগঠনের পতাকা উত্তোল ও শহীদ বেদীতে মাল্যদান করেন প্রাথমিক কমিটির সভাপতি চিন্ময় চক্রবর্ত্তী, আঞ্চলিক কমিটির সম্পাদক চন্দন ভট্টাচার্য্য, আঞ্চলিক কমিটির সভাপতি সব্যসাচী রায়চৌধুরী, জেলা কমিটির সদস্যা শ্রাবণী রায়, প্রাথমিক কমিটির সম্পাদক সুমন বিশ্বাস এবং শ্রমিক নেতা তুষার মজুমদার সহ অন্যান্য প্রাক্তন যুব নেতৃত্ব সহ বিভিন্ন গণ সংগঠনের নেতৃত্ববৃন্দ।
বিশিষ্ট চিকিৎসক সুবোধ ভট্টাচার্য্য রক্তদান শিবিরের উদ্বোধন করেন এবং উদ্বোধনী বক্তব্য রাখেন। শিবিরের রক্তদানের লক্ষ্যমাত্রা ছিল ৫০ জন, রক্তদান করেছেন ৫৭ জন। এর মধ্যে যুবতী রক্তদাতা ছিলেন ০৫ জন।
