জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, ৩রা জানুয়ারী, ২০২৩, সংবাদদাতা সাজিদ হোসেন – মেমারি ১পশ্চিম : পূর্ব মেদিনীপুরে আবাস যোজনা দূর্ণীতি প্রতিবাদ করায় নন্দকুমার থেকে পার্টি নেতাদের গ্ৰেফতারের প্রতিবাদে মেমারিতে মিছিল করা হলো। মিছিলের শুরুতে বক্তব্য রাখেন মেমারি-১পঃ এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত কুমার এবং শেষে সিটু মেমারি ১ সমন্বয় কমিটির সম্পাদক পিযুষ বিশ্বাস।

সংবাদদাতা কল্পনা গুপ্ত – আজ শীতের সকালে সিআইটিইউ বর্ধমান শহর-২ সমন্বয় কমিটির ৭ জনুয়ারি দ্বিতীয় সম্মেলন উপলক্ষে আলামগঞ্জে পথসভা হয়। বক্তব্য রাখেন তুষার মজুমদার ও তরুণ রায়।

আজ কাটোয়া শহরে তৃতীয় দিনের পদযাত্রা ও শেষে কাটোয়া বাসস্ট্যান্ড এলাকায় সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক সৈয়দ হোসেন, সভাপতিত্ব করেন শ্রমিক নেতা সুজিৎ রায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।