জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১০ অক্টোবর, সি আই টি ইউ পূর্ব বর্ধমান জেলা সম্মেলন উপলক্ষে মেমারী শহরে ১৪/১০/২২ তারিখে জমায়েত ও বিড়ি শ্রমিকদের সরকার নির্ধারিত মজুরি ও সামাজিক সুরক্ষার দাবীতে গতকাল ০৯/১০/২২ তারিখে বর্ধমান সদর – ১ এর বালিসা গ্রামে বিড়ি শ্রমিকদের নিয়ে এক সভা হয় ।সভায় বক্তব্য রাখছেন সি আই টি ইউ জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অশোক ঘোষ ।

১৯৭১ সালে ১০ই অক্টোবর ভাতাড়-১ এরিয়া কমিটি এলাকায় খেড়ুর গ্ৰামে জমি আন্দোলনে প্রতিক্রিয়াশীল জোতদারদের গুলিতে শহিদের মৃত্যু বরণ করেন সুশীল মালিক। প্রতি বছরের মতো এবারও মর্যাদার সাথে শহিদ দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন এলাকার নেতৃত্ব সহ গ্ৰামের অসংখ্য মানুষ। বক্তব্য রাখেন ইন্দ্রজিৎ হাজরা, সঞ্জয় ব্যানার্জী ও মিজানুর রহমান।

৯ অক্টোবর ২০২২,কুড়মুন-১ অঞ্চলের, সারা ভারত কৃষক সভার-১৬তম অঞ্চল সম্মেলন ও সারা ভারত খেতমজুর ইউনিয়নের ২য় অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো রামচন্দ্রপুর গ্রামে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।