রাজ্য

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৬/১২/২৪:- ৬ ডিসেম্বর দেশের ধর্মনিরপেক্ষতা ধ্বংসে পদক্ষেপের দিন, ভারতের ছাত্র ফেডারেশন এর পক্ষ থেকে দেশ জুড়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে “একতা এক্সপ্রেস”। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেটে ভারতের ছাত্র ফেডারেশন বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে, মৌলবাদের বিরুদ্ধে ছাত্র সমাজকে এক হওয়ার ডাক দিয়ে এই “একতা এক্সপ্রেস” কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের কমিটির সভাপতি রানা দাস। বক্তব্য রাখেন এসএফআই পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সন্দীপ মণ্ডল ও জেলা সম্পাদক উষসী রায় চৌধুরী। এদিন বক্তব্যের শেষে গান গেয়ে একতার কথা বলেন শিল্পী রুশো রায়চৌধুরী।

আজ বর্ধমান শহরে বিশাল
সম্প্রীতি মিছিল করা হয় যে দাবিগুলির জন্যে-
১) ১৯৯২, ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার দিনে সাম্প্রদায়িক বিভাজন- বিদ্বেষের বিরুদ্ধে সম্প্রীতির পক্ষে সোচ্চার হোন।
২) ভারত ও বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা চাই।
৩) মনিপুরে জাতি হিংসা বন্দ করতে কেন্দ্রীয় সরকারকে ব্যাবস্থা করতে হবে।
এই দাবিগুলিতে সি পি আই (এম) বর্ধমান শহরের উদ্যোগে এক বিশাল কেন্দ্রীয় মিছিল সংঘটিত হয় বর্ধমান কোর্ট কম্পাউন্ড থেকে রাজবাড়ি পর্যন্ত।

আজ ৬ই ডিসেম্বর সেই ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের দিন। প্রতিবাদে গলসী বাজারে সম্প্রীতি দিবস পালন করা হল।
পথসভায় বক্তব্য রাখলেন পার্টির জেলা কমিটির সদস্য সাইদুল হক,গলসী২এরিয়া কমিটির সম্পাদক সাইফুল হক, পার্টি নেতৃত্ব অমিতাভ মন্ডল। সভাপতিত্ব করেন প্রবীণ পার্টি নেতৃত্ব কাজী জাফর আলী।

আজ বিকালে মাথরুন বাসস্ট্যান্ডে মঙ্গলকোট এরিয়া কমিটির উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসাবে পালন করা হয় মিছিল ও পথসভার করে।
পথ সভায় বক্তব্য রাখেন সি,পি,আই(এম)পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য দুর্যোধন সর, মঙ্গলকোট এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত দত্ত, মঙ্গলকোট এরিয়া কমিটির অন্যতম সদস্য ও খেতমজুর রাজ্য কমিটির সদস্য শাহজাহান চৌধুরী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।