চিন্তন নিউজ, ১৬/১০/২৪: বর্ধমান, বনানী তা- সারা রাজ্য জুড়ে স্বাস্থ্যে দুর্নীতির বিরুদ্ধে, তিলোত্তমা হত্যার ন্যায় বিচার চেয়ে দ্রোহ কার্নিভালের ডাক দিয়েছে নাগরিক সমাজ ও ডক্টরস্ ফোরাম। এই ডাকে সাড়া দিয়েছে বর্ধমান জেলা যেমন প্রতিটি আন্দোলনের ঢেউ এখানে ভীষণ ভাবে সক্রিয়।
দ্রোহের কার্নিভাল
আর জি কর হসপিটালে তরুণী চিকিৎসক, জয়নগর,ফারাক্কা সহ সারা রাজ্য জুড়ে ধর্ষণ ও খুনের ঘটনায় যুক্ত দোষীদের অবিলম্বে বিচার ও শাস্তির দাবীতে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল, মানবী-অর্ধেক আকাশ, নারী ঐক্য মঞ্চ, হরিসভা স্কুল প্রাক্তনী, বর্ধমান নাগরিক সমাজের উদ্যোগে বর্ধমান শহরে হসপিটাল ইমার্জেন্সি গেটের সামনে থেকে উত্তর ফটক হয়ে কার্জন গেট পর্যন্ত প্রতিবাদ মিছিল সংঘটিত হয়।এই প্রতিবাদ মিছিলে অগণিত চিকিৎসক, অধ্যাপক শিক্ষক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। কার্জন গেটে মানববন্ধন শেষে মানবী অর্ধেক আকাশ এর উদ্যোগে একটি পথনাটিকা অনুষ্ঠিত হয়।
কল্পনা গুপ্ত – একই কারণে একই দাবিতে জেলার বিভিন্ন প্রান্তে আন্দোলন হয়। মঙ্গলকোটের শীতল গ্রামে “আমার ঘরের লক্ষীকে বাঁচতে দাও” এই দাবিতে মায়েরা তাদের কন্যা সন্তানকে নিয়ে মোমবাতি মিছিল করেন, তাদের আরো দাবি আর জি কর কাণ্ডে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তিলোত্তমার বিচারের দাবিতে গোবিন্দপুরে মিছিল মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হল কৃষকসভা সি আই টি ইউ ক্ষেতমজূর ইউনিয়নের উদ্যোগে।
আর জি কর কান্ডে তিলোত্তমার ধর্ষণ ও খুনের সঙ্গে যুক্ত সমস্ত অপরাধীদের দ্রুত শাস্তি দিতে হবে; সিবিআইকে দ্রুত এবং স্বচ্ছতাসহ তদন্ত শেষ করা,
স্বাস্থ্য বিভাগে দুর্নীতি ও থ্রেট কালচারের অবসান সহ একাধিক দাবিতে ধর্মতলায় যে আমরণ অনশন চলছে ডাক্তারবাবুদের, তারই সংহতিতে কাটোয়ায় আই এম এ (IMA) এবং নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতীকী অনশন করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে।