চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৭ জুলাই, ২০২২ – আজ বৈকাল চারটার সময় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভাতার ১ এরিয়া কমিটির উদ্যোগে ভাতার হাইস্কুলের সভাকক্ষে পার্টি সদস্যদের নিয়ে বিগত পার্টির ২৬ তম রাজ্য সম্মেলন ও ২৩ তম পার্টি কংগ্রেসের রিপোর্ট উপস্হাপন করেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেন।
আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করেন এরিয়া কমিটির সম্পাদক মিজানুর রহমান মন্ডল।
আজকের সভায় সভাপতিত্ব করেন পার্টির জেলা কমিটির সদস্য সুভাষ মন্ডল।
এস এফ আই পূর্ব বর্ধমান ৩৭ তম সম্মেলন অনুষ্ঠিত হবে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী সুবোধ চৌধুরী নগর, শহীদ কমরেড আনিস খান মঞ্চ ও তরুণ মজুমদার কক্ষ (কাটোয়া শহর) ১০-১১ সেপ্টেম্বর,২০২২। এই উপলক্ষে, আজকে কাটোয়ায় এ বি টি এ মহকুমা দপ্তরে, অভ্যর্থনা সমিতি গঠন সভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী, সভাপতি বিশ্বরূপ হাজরা, প্রাক্তন জেলা সভাপতি সুদীপ্ত বাগচী। সম্মেলনের লোগো (অঙ্কনে- আসিক আলম) প্রকাশ করলেন প্রাক্তন ছাত্র-যুব নেতৃত্ব অচিন্ত্য মল্লিক সহ অন্যান্য প্রাক্তন ছাত্র নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
২৪ জুলাই ২০২২ রেলওয়ে কন্ট্রাক্টরস লেবার ইউনিয়ন এর পূর্ব বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে, এই উপলক্ষে আজ ১৭ ই জুলাই রবিবার কাটোয়া রেল স্টেশনের ৭নং প্লাটফর্ম এ বসে আঁকা উৎসব, অংশ নিয়েছে ঠিকা শ্রমিক পরিবারের শিশুরা ও রেললাইন এর আশপাশের বস্তি এলাকার শিশুরা।