নিজস্ব প্রতিনিধি- গত ৭ তারিখে এবিপিটিএ এর পক্ষ থেকে বর্ধমান শহরের বাদাম তলায় জয়নগরের ১০ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে পথসভা করা হয়।
৯ ই অক্টোবর –
বর্ধমান সদর ১ লোকাল কমিটির নারায়ণদিঘি মোড়ে শারদ মার্কসীয় সাহিত্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হলো। বিপ্লবী চে গুয়েভারা ও ডি ওয়াই এফ আই এর প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মার্কসীয় সাহিত্য ও প্রগতিশীল সাহিত্যের চেতনা সাধারণ যুবদের মধ্যে বিকাশ ঘটানোর বার্তা দিয়ে উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা যুবশক্তি পত্রিকার ইনচার্জ চন্দন সোম। উপস্থিত ছিলেন যুব পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শৌভিক সরকার, যুব পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য অভিষেক চ্যাটার্জী, বর্ধমান সদর ১ যুবশক্তির ইনচার্জ মদন মন্ডল, ছাত্র ফেডারেশনের বর্ধমান সদর ১ লোকাল কমিটির সম্পাদক সিমরান পারভিন সহ ছাত্র- যুব নেতৃত্ব।
মার্কসীয় সাহিত্য প্রচার ও প্রসারে বুকস্টল, কাটোয়া পৌরসভার মোড়ে
উদ্বোধন করলেন জেলা কমিটি সদস্য অঞ্জন চ্যাটার্জী, বক্তব্য রাখেন এরিয়া কমিটি সদস্য সঞ্জীব দাস। উপস্থিত ছিলেন রাজ্য কমিটি সদস্য অচিন্ত্য মল্লিক সহ অনান্য নেতৃত্ব ও কর্মীরা।
বর্ধমান শহরে মার্কসীয় প্রগতিশীল পুস্তক বিপণন কেন্দ্রের সাথে চলল তিলোত্তমার বিচারের দাবী।
সি পি আই (এম) বর্ধমান শহর ২নং এরিয়া কমিটির মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুক স্টলগুলি-
১) হারাধনপল্লী
এই বুক স্টলের উদ্বোধন করেন সুদীপ্ত গুপ্ত, উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক শশধর মিস্ত্রী, সভায় সভাপতিত্ব করেন তুষার মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন এরিয়া নেতৃত্ব আপু দাস, পিয়া ভট্ট সহ অন্যান্য এরিয়া নেতৃত্ব।
২) বড়নীলপুর মোড় বড়নীলপুর মোড়ে লাল্টু স্মৃতি সংঘের পুজো মণ্ডপের সামনে পুস্তক বিপণন কেন্দ্রের উদ্বোধন করতে এসে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা কৃষ্ণা মুখোপাধ্যায় বলেন আজ স্বাস্থ্য, শিক্ষায় দুর্নীতির প্রতিবাদ করতে গিয়েই প্রাণ দিতে হলো আর জি করের তরুণী ডাক্তার ছাত্রী তিলোত্তমাকে । নারীদের আজ কর্মক্ষেত্র সহ কোথাও নিরাপত্তা নেই। তাই আজ আমাদের পুজোতেও প্রতিবাদ করতে হবে। বিচার আমাদের ছিনিয়ে আনতে হবে। প্রতিবাদের প্রদীপ জ্বেলে বুকস্টলের উদ্বোধন করেন কৃষ্ণা মুখোপাধ্যায়। সংক্ষিপ্ত সভায় সভাপতিত্বে ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক বিকাশ চ্যাটার্জী। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য দীপঙ্কর ডে,অনির্বাণ রায় চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।
বর্ধমান শহর ১ এরিয়া কমিটি
মার্কসীয় ও প্রগতিশীল পত্র পত্রিকার বুক কর্নার —
১) পুলিশ লাইন বাজার
২) ছিন্নমস্তা মন্দিরের সামনে
৩) বাদামতলা মোড়
৪) রাজগঞ্জ
বুক স্টলগুলোতে তিলোত্তমার বিচারের দাবিতে স্বাক্ষর সংগ্রহ চলছে।