চিন্তন নিউজ ৩০/৯/২০২৪:– সোনালী দত্ত দাঁ – আর জি করে পড়ুয়া চিকিৎসক হত্যাকান্ডে খুনীদের বিচারের দাবীতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কালনার উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ ও প্রচারের কর্মসূচি পালিত হল। সমিতির রাজ্য কমিটির সদস্যা জনা মুখার্জি সহ জেলা ও এরিয়া কমিটির সদস্যারা উপস্থিত ছিলেন।
কল্পনা গুপ্ত, বর্ধমান – ২৯ সেপ্টেম্বর ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলার ৩৮তম সম্মেলন হয়ে গেলো। সন্মেলনের উদ্বোধন করেন এস এফ আই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, খসড়া প্রতিবেদন পেশ করেন বিদায়ী জেলা সম্পাদক অর্নিবান রায়চৌধুরী। ২৮-২৯ সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ গ্রামে এই সম্মেলন হয়। ক্যাম্পাসে দৃঢ় সংগঠন তৈরি, ক্যাম্পাস অভিমুখে সংগঠনকে নিয়ে যাওয়ার সঠিক নিশানা, স্কুলের ছাত্রদের সংগঠনে আরও ঐক্যবদ্ধভাবে যুক্ত করা, সংগঠনে বিভিন্ন সেক্টর ধরে বিভিন্ন আইডেন্টিটির পড়ুয়াদের সমস্যা নিয়ে ধারাবাহিক আন্দোলন সংগঠিত করার দিক নির্ণয় করার ডাক দেয় এই সম্মেলন। সম্মেলনে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অনিরুদ্ধ চক্রবর্তী, যুব জেলা সভাপতি অয়ানংশু সরকার, অভ্যর্থনা কমিটির সম্পাদক বিনোদ ঘোষ।
“ক্যাম্পাসে ছাত্র নিরাপত্তা প্রসঙ্গে আমাদের কথা” – বিষয়ক আলোচনা করেন রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য দিধিতি রায় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দিপ্তজিৎ দাস। আলোচনা করেন “যৌথ আন্দোলনের সুরে বাঁধা আর জি কর” বিষয়ে।
জবাবী বক্তব্য রাখেন বিদায়ী সম্পাদক অর্নিবাণ রায়চৌধুরী। সম্মেলন থেকে ৫৩ জনের জেলা কমিটি ও ১৭ জনের সম্পাদকমণ্ডলী গঠন করা হয়। নবনির্বাচিত সম্পাদক উষসী রায় চৌধুরী ও পুনর্নির্বাচিত সভাপতি প্রবীর ভৌমিক এবং পত্রিকা আহ্বায়ক অয়ন ঘোষ।
