জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৩/৯/২৪;- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি গতকাল ৩ টে ০৫ মিনিটে প্রয়াত হয়েছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় শোক মিছিল হয়। সিপিআই(এম)বর্ধমান শহর ১ ও ২ এরিয়া কমিটির উদ্যোগে কোর্ট কম্পাউন্ড থেকে রাজবাটি পর্যন্ত শোক মিছিল সংগঠিত হয়। অসংখ্য পার্টি সদস্য সদস্যা, শুভানুধ্যায়ী মানুষ প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আজকের মিছিলে শামিল হয়েছিলেন।

মঙ্গলকোট, ভাতার, গলসী বাজার এলাকায়, কেতুগ্রাম কাঁদরায়, দেওয়ান দিঘিতে শোক মিছিলে বহু অনুরাগী মানুষ সি পি আই (এম) পার্টির সদস্যদের সাথে সামিল হয়েছিলেন।

মেমারী-২ এরিয়া কমিটির অন্তর্গত বোহার, সাতগেছিয়া,বেগুনিয়া, মন্ডলগ্রাম, রেঞাঁ, মেলনা, কালেশ্বর সহ বিভিন্ন এলাকায় পার্টির সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল সংগঠিত করা হয়।

সেখ হাসিবুল – শহীদ স্বপন দে’র স্মরণে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পূর্বস্থলী ১নং আঞ্চলিক কমিটির অন্তর্গত শ্রীরামপুর ইউনিটের উদ্যোগে উওর শ্রীরামপুর ফকির তলায় সংগঠনের পতাকা উত্তোলন,শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন এবং ২৬তম স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি অমিত কুমার মন্ডল, উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সীতানাথ বসাক। ৪৩ জন রক্তদাতা রক্ত দান করেছেন।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পূর্বস্থলী ২ এরিয়া কমিটির অভ্যন্তরে আজ পারুলিয়া বাজারে, পাটুলী ষ্টেশন বাজারে ও কুকশিমলা বাজারে শোক মিছিল অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।