চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৯/৯/২৪:-
আজ বিচারহীন এক মাস হয়ে গেলেও আর জি কর কান্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। অনতিবিলম্বে সি বি আই তদন্ত শেষ করে আসল দোষীদের গ্রেফতার করতে হবে। এই ঘটনায় রাজ্য সরকারের প্রমাণ লোপাটের চেষ্টাকে ধিক্কার জানিয়ে সি পি আই (এম) বর্ধমান শহর ১ ও ২ এরিয়া কমিটির উদ্যোগে দুটি মিছিলের একটি বীরহাটা পার্বতী শাখার মাঠ ক্লক টাওয়ার থেকে এবং অপরটি পারকাস রোড থেকে কার্জনগেট চত্বরে এসে মিলিত হয়।
বিক্ষোভ হলো দেওয়ান দিঘি ছয় মাইল মোড়ে। বক্তব্য রাখেন কৃষক নেতা হাসনত জালানি ও ক্ষেতমজুর আন্দোলনের নেতৃত্ব শেখ জালালুদ্দিন ও এরিয়া কমিটির সম্পাদক মৃণাল কর্মকার।
গলসী বাজারে ও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়, উপস্থিত ছিলেন পার্টি নেতৃত্ব। বক্তব্য রাখেন সি পি আই (এম) পার্টি জেলা সম্পাদক সৈয়দ হোসেন, সভাপতিত্ব করেন কাজী জাফর আলি।
মঙ্গলকোটের কৈচরের সভায় উপস্থিত ছিলেন দুর্যোধন সর,শাহজাহান চৌধুরী, আজফার হোসেন।
গলসী ১-নং এরিয়া কমিটি এলাকায় মানকরে বামফ্রন্টের উদ্যোগে, আর জি কর ঘটনার এক মাস পূর্ণ হলো অথচ নির্যাতিতার প্রকৃত অপরাধীরা গ্রেফতার হলো না। প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য সুপ্রিম কোর্টে জনগণের করের টাকা খরচ করছে। এর প্রতিবাদে মিছিল ও পথসভা সংগঠিত করা হয় এবং রাস্তা অবরোধ করা । পথসভায় বক্তব্য রাখেন হারাধন ঘোষ,গুরুপদ মেটে, দেলোয়ার হোসেন মণ্ডল।
সেখ হাসিবুল, পূর্বস্থলি –
আর জি করে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), পূর্বস্থলী ২ এরিয়া কমিটির উদ্যোগে আজ পাটুলী কিষান মাণ্ডি থেকে ছাতনী মোর পর্যন্ত মিছিল ও বিক্ষোভ সভা হয়। ছাতনী মোড়ে ৩০ মিনিট রাস্তা অবরোধ। সভায় বক্তব্য রাখেন বিনকাশিম সেখ, ঝুমা দত্ত, প্রদীপ কুমার সাহা প্রমুখ।