জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর,


চিন্তন নিউজ: সংবাদদাতা কল্পনা গুপ্ত:
আর.জি.কর হত্যাকাণ্ড ও রাজ্যজুড়ে প্রতিনিয়ত ঘটে চলা দূর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে এক বিশাল মিছিল কাটোয়া শহর পরিক্রমা করে। মিছিলে চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, কর্মচারী, সমাজকর্মীসহ সমস্ত অংশের মানুষ প্রতিবাদে সামিল হন।

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বর্ধমান শহর ১ আঞ্চলিক কমিটির উদ্যোগে প্রয়াত যুবনেতা আবীর হাজরার স্মরণে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন
ছাত্র যুব নেতৃত্ব নজরুল ইসলাম, পার্টীর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন , বিভিন্ন বাম সংগঠনগুলির নেতৃত্ব ও গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ।শিবিরে ০৬ জন যুবতীসহ মোট ৫৫ জন স্বেচ্ছায় রক্তদান করে। প্রয়াত আবীর হাজরার পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী মনীষা হাজরা ও পিতা দেবকুমার হাজরা আগামীদিনে সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ৫০০০টাকা আর্থিক সহায়তা করেন।

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, বর্ধমান সদর ১ আঞ্চলিক কমিটির ১৬ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল শহীদ রাজিবুল হক নগর, বিজয়রাম শ্রমিক ভবন ও মানব মুখার্জী মঞ্চে। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শুভাশীষ মিত্র। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন আঞ্চলিক কমিটির বিদায়ী সম্পাদক চন্দন সোম।৯টি ইউনিট কমিটি ও ছাত্রফ্রন্ট সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন। পর্যবেক্ষণ মূলক আলোচনা করেন জেলা কমিটির সম্পাদক অয়নাংশু সরকার।৩জন যুবতীসহ মোট ২১জনের কমিটি গঠিত হয়। অভিষেক চ্যাটার্জী সভাপতি ও শৌভিক সরকার সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে ৭৮জন যুবতী সহ ৬৭জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংবাদদাতা হাসিবুল ইসলাম
“নাটক ছেড়ে বিচার করো,
আর.জি.করে মাথা ধরো”
আর.জি.কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদ ও বিচারের দাবিতে পূর্বস্থলীর সাধারণ গণতন্ত্রপ্রিয় মানুষের উদ্যোগে পূর্বস্থলী ষ্টেশন বাজার থেকে হসপিটাল গেট পর্য্যন্ত ছাত্র ছাত্রী শিক্ষকসহ সর্বস্তরের মানুষের মোমবাতি মিছিল, অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।