জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২/৯/২৪:– গতকাল বর্ধমান সদর-২ ব্লকের নান্দুর গ্ৰামে বিগত ১৪ আগস্ট সন্ধ্যা ৭ টায় খুন হয় প্রিয়াংকা হাঁসদা। এই খুনের বিচারের দাবিতে ও আর জি কর হাসপাতালে তিলোত্তমার হত্যার বিচারের দাবিতে আজ নান্দুর গ্ৰামে সিপিআই(এম) বর্ধমান সদর-২ এরিয়া কমিটির ডাকে সভা হয়।সভায় বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটির সদস্য অমল হালদার ও জেলা কমিটির সদস্য সুরভি টুডু। সভাপতিত্ব করেন জেলা কমিটির সদস্য জহর দত্ত। উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অভিজিৎ কোনার, জেলা কমিটির সদস্য মেহবুব আলম ও মৃণাল কর্মকার, আদিবাসী অধিকার মঞ্চের জেলা সভাপতি শুকলাল হেমব্রম সহ অন্যান্য নেতৃবৃন্দ।বহু মানুষ এই সভায় উপস্থিত ছিলেন।

১/৯/২৪ তারিখে কালনা শহরে কালনা কলেজের প্রাক্তনীরা আর জি করের নারকীয় কাণ্ডের প্রতিবাদে এবং তারপর ধর্ষণ ও খুনের প্রমাণ লোপাটের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং আসল দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলে ও মশাল মিছিলে সামিল হন।

সংবাদদাতা- সেখ হাসিবুল,পূর্বস্থলী –
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি’র প্রতিষ্ঠার ৯০ বৎসর উদযাপন উপলক্ষ্যে পূর্বস্থলী জোনালের উদ্যোগে ও ছাত্র যুবর সহযোগিতায় গতকাল পারুলিয়া বাজার দক্ষিণ বাসস্ট্যান্ডে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিক্ষক শিক্ষিকাসহ মোট ৬৫ জন রক্তদান করেন। জোনাল এলাকার বহু শিক্ষক শিক্ষিকা যুবক যুবতীসহ অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উক্ত শিবিরের উদ্বোধন করেন এবিপিটিএর কেন্দ্রীয় নেতৃত্ব এমদাদুল হক। তিনি সংগঠনের ইতিহাস, রক্তদানের গুরুত্ব, বর্তমান শিক্ষা ব্যবস্থা এবিপিটিএর ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করেন। এছাড়া গণ আন্দোলনের অন্যতম নেতৃত্ব শিক্ষক প্রদীপ কুমার সাহা, জোনাল সভাপতি সুদর্শন কোলে, সম্পাদক নীহার রঞ্জন গোস্বামী, জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কার্তিক চন্দ্র দাস, ছাত্র – যুবার অসংখ্য নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।