কল্পনা গুপ্ত, ২৯/৮/২৪:– বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে আজ বেলা দুটো থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এস এফ আই, ডি ওয়াই এফ আই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে ৫ ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়। মূল স্লোগান ছিলো- “নাটক ছেড়ে বিচার করো, আর জি করের মাথা ধরো “। এই মিছিলে ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, সভাপতি ধ্রুবজ্যোতি সহ সকল নেতৃত্ব, সাধারণ সদস্য, জনগণ উপস্থিত ছিলেন।
বিকাল ৪-টা থেকে বুদবুদ পার্টি অফিস থেকে গতকাল দুর্গাপুরে আর জি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের প্রতিবাদে ও আসল অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বামপন্থী ছাত্র -যুব মহিলাদের শান্তিপূর্ণ মিছিলের উপর তৃণমূলী দুষ্কৃতী বাহিনীর লাঠি,রড,ইট, আক্রমণ ও বোমাবাজির প্রতিবাদে এবং পার্টির দলীয় অফিসে বোমা মেরে দপ্তর ভাংচুর -এ জড়িত তৃণমূলী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল বের হয়ে সমগ্র বুদবুদ বাজার পরিক্রমা করে পথসভা সংগঠিত করা হয়। একই দাবিতে ভাতারেও কর্মসূচি পালিত হয়।