জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, ২৭/৮/২৪,সেখ হাসিবুল, পূর্বস্থলি –
আর জি কর ঘটনা কে সামনে রেখে আজ মুকশিমপাড়ায় একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এবং মিছিল শেষে একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদীপ কুমার সাহা, উত্তম কুমার হাজরা, ঝুমা দত্ত, রাজেন্দ্র ঘোষ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বামপন্থী ছাত্র যুব ও মহিলা সংগঠনের পূর্বস্থলী ২ নং লোকাল কমিটির উদ্যোগে কালেখাঁতলা বাজারে গর্জমান মিছিল ও মুখ্যমন্ত্রীর কুশপুতুলদাহ করে প্রায় ৩০ মিনিট কালেখাঁতলা মোড় অবরোধ এবং ধিক্কার সভা অনুষ্ঠিত হয়।

সোনালী দত্ত দাঁ, কালনা –
কালনা শহর এরিয়া কমিটির উদ্যোগে এ.বি.টি.এ.;এ.বি.পি.টি.এ.; সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতিসহ বামপন্থী গণসংগঠণ আর.জি.কর.হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন সেই সঙ্গে রাজ্যজুড়ে ঘটে চলা নারী নির্যাতন ও ক্রমবর্ধমান অপসংস্কৃতি ও দূর্নীতির বিরুদ্ধে কালনা শহরের আঘোরনাথ পার্ক স্টেডিয়াম গেটে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জনা মুখার্জি, বিপাশা ব্যানার্জী ও অন্যান্য গণসংগঠণের নেতৃবৃন্দ।

কল্পনা গুপ্ত, বর্ধমান-
১৯৭১ সালের ২৭ আগস্ট কংগ্রেসী দুষ্কৃতী বাহিনীর হাতে খুন হয়ে শহিদের মৃত্যুবরণ করেন বৃন্ত ভট্টাচার্য। ২০১৪ সালে বর্ধমান শহরের সর্বমঙ্গলা পাড়ার গড়গড়াঘাট মোড়ে বৃন্ত ভট্টাচার্য -র (বাঘা) শহিদবেদী ভেঙ্গে দেয় তৃণমূল কংগ্রেস। গত ১৩ আগস্ট ২০২৪ʼ বর্ধমান পৌরসভা বাঘার শহিদবেদী ভেঙে গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সি পি আই (এম), বর্ধমান শহর-২ এরিয়া কমিটির উদ্যোগে আজ সকালে ঐখানেই মর্যাদার সাথে শহিদ দিবসের কর্মসূচি পালন করা হয়। মাল্যদান করেন উপস্থিত নেতৃত্ব সহ কর্মীবৃন্দ। বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তাপস সরকার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।