জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৪/৮/২৪:–
প্রতি বছরের মত এই বছরেও সুস্থ সংস্কৃতি প্রসারের উদ্দেশ্যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে জামালপুর জোনে আন্তর্বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বহু স্কুল থেকে পড়ুয়াদের যোগদানে সারাদিনের কর্মসূচি সফল ও সুন্দর হলো। শিক্ষক সংসদের উপস্থিত সদস্য সদস্যাদের কর্মদক্ষতায় অনুষ্ঠান সফল হলো।

রাজ্যে এক অন্ধকারময় সময় চলছে যে অন্ধকারে হারিয়ে গেছে আর জি করের ডাক্তার কন্যা, বর্ধমানের উচ্চশিক্ষায় পাঠরতা আদিবাসী কন্যা। ২০১২ সাল থেকে আজ পর্যন্ত ধর্ষিতা, খুন হয়ে যাওয়া কন্যারা একটিও সুবিচার পাননি। যে কারণে গুসকরা নাগরিক সমাজের আহ্বানে শুভবৃদ্ধিসম্পন্ন নাগরিকগণ প্রতিকূল আবহাওয়ায় বৃষ্টির মধ্যেও গুসকরার রাজপথ জুড়ে মিছিলের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানালেন। বাসস্ট্যান্ড এবং স্কুল মোড়ে বক্তব্য রাখেন সুবীর রানা।

“প্রতিবাদের মিলিত স্বর নান্দুর থেকে আর জি কর”, আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, শিক্ষক, গবেষক, শিক্ষা কর্মী ও বর্তমান ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিলে কার্জন গেট থেকে রাজবাটী পর্যন্ত একসাথে প্রতিবাদে মুখর হয়ে হাঁটেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।