জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত:২৪/০৮/২০২৪:-
আর জি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ খুন ও নান্দুর গ্রামে তরুণী খুন কাণ্ডে যুক্ত সকল দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে “বর্ধমান শিল্পী ঐক্য মঞ্চের ” উদ্যোগে কার্জন গেটে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চিত্রশিল্পী, বাচিক শিল্পী, গায়ক, গায়িকা, নৃত্যশিল্পী, নাট্য জগতের মানুষজন সহ ছাত্র-ছাত্রী সাধারণ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কালনা- সিপিআই(এম) কালনা ২ এরিয়া কমিটি এলাকার তিনজন প্রয়াত সি পি আই ( এম) পার্টি সদস্য দিলীপ ঘোষ, অজয় ঘোষ এবং ভবানী জয়ধরের স্মরণ সভা পূর্ব সাতগেছিয়া গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণ পল্লীতে অনুষ্ঠিত হয়।স্মরণ সভায় প্রয়াতদের স্মৃতিচারণা করেন পার্টির পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুকুল শিকদার, স্বপন ব্যানার্জি, নবকুমার বাগ, বাবুলাল বিশ্বাস , গৌতম হালদার, গৌতম দাস প্রমুখ। বক্তারা বলেন –গরিব খেতমজুর শ্রমজীবী মানুষদের স্বার্থে আজীবন তাঁরা লড়াই করে গেছেন। আদর্শের প্রতি অবিচল থেকে মানুষের কাজ করে গেছেন। তাদের ফেলে যাওয়া কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিতে হবে। তবেই তাদের স্মরণ করা সার্থক হবে।

ভাতাড়- এড়াচিয়া গ্ৰাম- আর জি কর হাসপাতালে নৃশংসতম ঘটনায় যুক্তদের গ্ৰেপ্তার ও দৃষ্টান্তমূলক মূলক শাস্তির দাবীতে এবং গাংপুরের ঝাপানতলায় আদিবাসী ছাত্রী খুনে খুনীদের শাস্তির দাবিতে, মির্জাপুরে আদিবাসী মহিলাকে ধর্ষণে ধর্ষণকারীদের গ্ৰেপ্তারের দাবিতে মিছিল।

আর জি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে জামালপুর ২ লোকাল কমিটির রানাপাড়া মোড়ে ডি ওয়াই এফ আই এর বিক্ষোভ ও অবরোধ হয়।

আর জি কর মেডিকেল কলেজের নারকীয় ঘটনার প্রতিবাদে ও দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আই সি ডি এস (I C D S) কর্মীদের মিছিল হয় গলসীতে, মিরিক পাড়া থেকে চৌমাথা হয়ে গলসী বিডিও অফিস পর্যন্ত।

পূর্বোক্র ঘটনার প্রতিবাদ জানিয়ে গলসী সার্কেলের প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা পথে নামলেন বিচার চেয়ে। মিছিল থেকে দাবী ওঠে “We want Justice “, আর জি কর ঘটনার বিচার চাই। গলসী হাইস্কুলের কাছ থেকে মিছিল শুরু ২ নম্বর জাতীয় সড়কের দক্ষিণ দিকের রাস্তা ধরে বাজার ঘুরে হক প্লাজায় শেষ হয়। এদিনের এই সাধারণ শিক্ষকদের কর্মসূচিতে শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।