জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, শেখ হাসিবুল, পূর্বস্থলি :–
১৮/৮/২৪ – ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পূর্বস্থলী ২ এরিয়া কমিটির উদ্যোগে আর জি কর কাণ্ডে অবিলম্বে সমস্ত দোষীদের গ্রেপ্তার, শাস্তি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বড়গাছি বাজার থেকে পারুলিয়া বাজার পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল ও শেষে বিক্ষোভ সভা পথ অবরোধ কুশপুতুল দাহ কর্মসূচি সংঘটিত হল। বক্তব্য রাখেন সুব্রত ভাওয়াল ও বিন কাশেম শেখ।

কল্পনা গুপ্ত – ১. আর জি কর হাসপাতালে পাঠরতা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় আসল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
২. আর কি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় আসল দোষীদের গ্রেফতারের দাবিতে
গাংপুর (নান্দুরে)আদিবাসী তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
৩. ভাতাড় হাসপাতালে মহিলা ডাক্তারকে নিগৃহের প্রতিবাদে –
আজ বামপন্থী গণসংগঠনসমূহের যৌথ উদ্যোগে ভাতাড় বাজারে বিক্ষোভ মিছিল করে ভাতাড় থানায় ডেপুটেশন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন কৃষক নেতা সুভাষ মন্ডল। বক্তব্য রাখেন ক্ষেতমজুর সংগঠনের নেতৃত্ব মিজানুর রহমান, সফিকুল ইসলাম, শিক্ষক নেতা কৌশিক রায়, উপস্থিত ছিলেন বামাচরণ ব্যানার্জী ও স্থানীয় নেতৃত্ব।

আজ শক্তিগড় থানার নান্দুর গ্রামে আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাঁসদাকে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে এবং খুনীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ গাংপুরে ন্যাশনাল হাইওয়েতে আদিবাসীদের বিশাল বিক্ষোভ মিছিল হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।