জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৬/৮/২৪:– আমাদের দেশ ভারতবর্ষের ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন এবারে শুধু মাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধাঞ্জলি দিয়ে হলো না। হলো আর জি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের তীব্র প্রতিবাদের মধ্য দিয়ে। রাজ্যে অঅন্তহীন বেকারত্ব, নারী নিরাপত্তাহীনতা, উচ্চ দ্রব্যমূল্য ইত্যাদির সাথে যুক্ত হলো ডাক্তার মৌমিতা দেবনাথের মৃত্যু। রাজ্যের সর্বত্র চলমান বিক্ষোভের ন্যায় বর্ধমান বাদামতলা মোড়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হল স্লোগানে ” রক্ষা করো সংবিধান, রক্ষা করো ধর্মনিরপেক্ষতা, রক্ষা করো নারীর মর্যাদা”। কর্মসূচিতে সংগীত পরিবেশন করেন পূজন সেনগুপ্ত। বক্তব্য রাখেন বামফ্রন্টের পক্ষ থেকে সৈয়দ হোসেন। কর্মসূচিতে সি পি আই (এম), সি পি আই, মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
একই কর্মসূচি পালিত হয়েছে কালনা ২ এর সেনেরডাঙ্গায়।

১৫ আগষ্ট ভারতের ছাত্র ফেডারেশন রায়না ২ লোকাল কমিটির সম্মেলন বুদ্ধদেব ভট্টাচার্য নগর ( আড়ুই),শহীদ ধীরাজ রাজেন্দ্রন মঞ্চে অনুষ্ঠিত হয়। সংগঠনের পতাকা উত্তোলন ও মাল্যদানের পর ছাত্রদের একটি সুসজ্জিত মিছিল আড়ুই গ্রাম পরিক্রমা করে। মিছিল থেকে আর জি করের ন্যক্কারজনক ঘটনার বিচার চেয়ে স্লোগান ওঠে। সংগঠনের বিভিন্ন ইউনিট থেকে মোট ৪৯ জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করে, যার মধ্যে ১২ জন ছাত্রী। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের জেলা সভাপতি প্রবীর ভৌমিক। ব্লকের ৩টি ইউনিট থেকে রিপোর্টের উপর আলোচনা করেন। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী, রাজ্য কমিটির সদস্যা উষসী রায়চৌধুরী, গনতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব সোমনাথ মাঝি। সম্মেলন শেষে ১৭জনের কমিটি নির্বাচিত হয়। সভাপতি হিসেবে সুদীপ্তা মাঝি ও সম্পাদক মানস সাহা পুনঃনির্বাচিত হন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।