চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৭/৮/২৪:- টানা কদিন ধরে প্রচুর বৃষ্টি হওয়ায় বর্ধমান পুরসভা এলাকার বহু গুরুত্বপূর্ণ অংশ জলমগ্ন। বিদ্যালয়গুলোতে ইউনিট টেস্ট শুরু হয়েছে, ছত্রছাত্রীদের স্কুলে যাওয়ায় খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই প্রেক্ষাপটে জেলা শাসকের কাছে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হল। দাবি জানানো হল যাতে বিদ্যালয়গুলির ইউনিট পরীক্ষা স্থগিত থাকে জলস্তর না নামা অবধি এবং জেলার জলনিকাশি ব্যবস্থার দ্রুত সংস্কার করার।নির্দিষ্ট স্মারকলিপি মন্তেশ্বর ব্লক উন্নয়ন আধিকারিককেও দেওয়া হল গত ৬/৮/২৪ তারিখে। একই সঙ্গে দাবি জানানো হল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোতেও জল ঢুকে যাচ্ছে, এই সমস্যার সমাধানের জন্য।
বর্ধমান সদর এরিয়া কমিটির অভ্যন্তরে পুতুণ্ডা গ্রামে বাঁকার বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে গ্রামের বহু বাড়ি জলমগ্ন অবস্থায় রয়েছে এবং বহু রোপণ করা জমি জলে প্লাবিত অবস্থায় রয়েছে ফলে বহু কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে্ন, অত্যধিক জলোচ্ছ্বাস, জলস্ফীতি রুখতে এলাকার সাধারণ মানুষের উদ্যোগে জোর কদমে চলছে বাঁকার বাঁধ মেরামতির কাজ।