জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৮/৭/২৪ – ২৮ জুলাই : সিআইটিইউ, সর্বভারতীয় জেনারেল কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ১১ আগস্ট প্রমোদ দাশগুপ্ত ভবন কলকাতায় সেই উপলক্ষে সিআইটিইউ পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আজ বর্ধমান লায়ন্স ক্লাব সভাকক্ষে বিকেল চারটেয় আলোচনা সভা সংঘটিত হয়। আলোচ্য বিষয় “নয়া উদারবাদের আমলে সম্পদ ও জমি লুটেরাদের দৌরাত্ম্য এবং শ্রমজীবী মানুষের ওপর তার প্রভাব”।
মুখ্যবক্তা ছিলেন সর্বভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা এবং সিআইটিইউ রাজ্য নেতা জিয়াউল আলম। সভায় সভাপতিত্ব করেন সিআইটিইউ জেলা সভাপতি নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন সুকান্ত কোঙার, কৃষক নেতা সৈয়দ হোসেন, সমর ঘোষ, সুকুল শিকদার, অঞ্জন চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্ব।

২৮ জুলাই, ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলার চতুর্থ ছাত্রী কনভেনশন অনুষ্ঠিত হলো দেওয়ানদিঘীতে। কনভেনশনে প্রতিনিধির সংখ্যা ছিলো ৭৮ জন। দেওয়ানদিঘী মোড় থেকে বর্ধমান কাটোয়া রোড চত্বর জুড়ে লিঙ্গবৈষম্যহীন ক্যাম্পাস গঠন, স্কুলে ছাত্রীদের বাধ্যতামূলক সেল্ফ ডিফেন্স কোর্স, স্যানিটারি ন্যাপকিনের করমুক্তি, প্রত্যেক ক্যাম্পাসে স্যানিটারি ন্যাপকিনের ভেণ্ডিং মেশিন ও পরিচ্ছন্ন টয়লেট, ড্রপ আউট হওয়া ছাত্রীদের লেখাপড়ায় ফেরানো সহ বিভিন্ন প্রাসঙ্গিক সমস্যার সমাধানের দাবিতে মিছিল করা হয়। কনভেনশনের প্রতিনিধিরা, রাজ্যের নেতৃত্বরা, জেলার এসএফআই এর নেতা-কর্মীদের নিয়ে এই মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে মাল্যদানের মাধ্যমে কনভেনশনের কাজ শুরু হয়। কনভেনশনে উদ্বোধনী বক্তব্য রাখেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্যা দিধিতি রায়। খসড়া প্রতিবেদন পাঠ করেন বিদায়ী সাব কমিটির কনভেনর টিউলিপ ঘোষ। জেলার বিভিন্ন লোকাল কমিটির পক্ষ থেকে খসড়া প্রতিবেদনের উপর রিপোর্ট করা হয়। জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী, জেলা সভাপতি প্রবীর ভৌমিক সহ ভাতৃপ্রতিম সংগঠন, অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখা হয়। পর্যবেক্ষণমূলক বক্তব্য রাখেন এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যা বেদত্রয়ী গোস্বামী। কনভেনশন শেষে ২ জন কনভেনর ও ৫ জন কো-কনভেনর সহ ২৫ জনের ছাত্রী সাবকমিটি গঠন করা হয়, কনভেনশন থেকে ছাত্রী সাব কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয় পৃথা ব্যানার্জি ও অর্পিতা ঘোষ ।

আজ গলসীতে (খেতুড়া পশুহাটে) সাম্প্রতিক উত্তরপ্রদেশে বিজেপির গোরক্ষক বাহিনীর আক্রমণে নিহত তিনজন পশু ব্যবসায়ী তেহসিন কুরেশি,সাদ্দাম কুরেশি ও চাঁদ মিঞার হত্যার প্রতিবাদে এবং কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে ও বিজেপির রাজ্যভাগের চক্রান্তের প্রতিবাদে সারাভারত কৃষক সভার গলসী ব্লক কমিটির আহ্বানে পথসভা অনুষ্ঠিত হলো। সেই সাথে নিহত তিনজন পশু ব্যবসায়ীর সাহায্যার্থে অর্থ সংগ্রহ করা হয়। আজকের পথসভায় বক্তব্য রাখেন সাইফুল হক, অমিতাভ মন্ডল, মনসিজ হোসেন এবং সভাপতি নাড়ুগোপাল যশ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।