জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, হাসিবুল ইসলাম, ৯/৫/২৪ – বর্ধমান পূর্ব লোকসভার কেন্দ্রের বাম কংগ্রেস গণতান্ত্রিক জোট প্রার্থী নিরব খাঁ এর সমর্থনে নিমদহ অঞ্চলের মধুপুর গ্রামে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সি পি আই এম পূর্ব বর্ধমান জেলা কমিটির অন্যতম সদস্য ও পূর্বস্থলী উত্তর বিধান সভার প্রাক্তন বিধায়ক সুব্রত ভাওয়াল, পূর্বস্থলী এরিয়া কমিটির সদস্য অনুপ ঘোষ, যুব নেতৃত্ব সাহিন সেখ, যুব নেতা অসিম দাস, ছাত্র নেতৃত্ব নয়ন দাস,। সভায় সভাপতিত্ব করেন আপেল মন্ডল।

সিপিআইএম পূর্বস্থলী ১ এরিয়া কমিটির পক্ষ থেকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীরব খাঁ এর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো সমুদ্রগড় শিবতলায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।

বামফ্রন্ট মনোনীত সি পি আই (এম) প্রার্থী নীরব খাঁ এর সমর্থনে কালেখাঁতলা -১ পশ্চিম শাখার এলাকার মোয়াইল, সরডাঙ্গা, আড়বাঁধী, দোঘড়ী, ধীতপুর সিহিপাড়া, কাঁঠালগড়িয়া, কালেখাঁতলা গ্রামে ভ্রাম্যমান প্রচার এবং বিভিন্ন জায়গায় পথসভা করা হয় বক্তব্য রাখেন শাখা সম্পাদক সুমন্ত মুন্ডারী, পূর্বস্থলী ২ এরিয়া কমিটির সদস্য কার্তিক দাস, শাখা সদস্য বিকাশ বাগ, বিধান হালদার প্রমূখ।

সংবাদ দাতা -কবিতা চক্রবর্ত্তী :- ৮ই মে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কালনা আঞ্চলিক কমিটির উদ্যোগে শহীদ বেদীতে মাল্যদান ও পতাকা উত্তলনের মাধ্যমে পালন করা হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের সভানেত্রী মিত্রা ঘোষ উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব জনা মুখার্জি, শহরের সম্পাদিকা মণিপ্রভা ভাদুড়ী ও অন্যান্য নেতৃত্ব । প্রতিষ্ঠা দিবস সর্ম্পকে বক্তব্য রাখেন বর্ষীয়ান নেত্রী খুকু আইচ।

ভারতীয় গণনাট্য সংঘ ও গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ,কালনা শহর শাখার উদ্যোগে পূর্ণচন্দ্র পাল পাঠকেন্দ্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিন পালন করা হয়।কবির প্রতিকৃতিতে মাল্যদান, স্বরচিত কবিতাপাঠ,আবৃত্তি, গান এবং কবিগুরুকে নিয়ে আলোচনার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষক সঞ্জিত বন্দ্যোপাধ্যায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।