চিন্তন নিউজ, ৭নভেম্বর ২০২৩,
কৃষ্ণা সরকার— আজ ৭ইনভেম্বর ১০৭তম মহান বিপ্লব দিবস শ্রদ্ধার সঙ্গে দিকে দিকে পালিত হলো। বর্ধমান শহর ১ এবং ২ এ এরিয়া কমিটি এলাকায় পার্টিগত ভাবে ও ট্রেড ইউনিয়নগত ভাবে মোট ৫০ জায়গায় মহান নভেম্বর দিবস শ্রদ্ধার সঙ্গে পালিত।
পূর্বস্হলী ১ এরিয়া কমিটির অফিসে মহান নভেম্বর বিপ্লব দিবস পালিত হলো।রক্তপতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক সাকাউৎ হোসেন ও রতন দাস সহ এরিয়া কমিটির সদস্য ও নসরৎপুর দুই শাখার সদস্যরা।
সি পি আই (এম) বর্ধমান শহর-২ এরিয়া কমিটি এলাকায় মর্যাদার সাথে নভেম্বর বিপ্লব পালিত হয়, পার্টি এরিয়া দপ্তর, নীলপুর বাজার অফিস, ৬টি শাখা দপ্তর সহ মোট ৪৪ টি বুথ এলাকায় আজ রক্তপতাকা তোলা হয় এবং শহিদবেদীতে মাল্যদান করা হয়।
শ্রমিক অধ্যুষিত অঞ্চল আলমগঞ্জ এলাকায় সি আই টি ইউ-র উদ্যোগে নভেম্বর বিপ্লব পালিত হয় । এই কর্মসূচিতে শতাধিক রাইসমিলের শ্রমিকরা উপস্থিত ছিলেন।
নভেম্বর বিপ্লব উপলক্ষে ৮০০ গণশক্তি পত্রিকা এই এরিয়া কমিটি এলাকায় হক করা হয়।
নভেম্বর বিপ্লবের ১০৭ তম দিবস উদযাপন করা হয় নিগন চটি অফিস সংলগ্ন বাজারে।
পতাকা উত্তোলন করেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য দুর্যোধন সর । শহীদ বেদীতে মাল্যদান করেন দুর্যোধন সর, মঙ্গলকোট এরিয়া কমিটির সম্পাদক শাজাহান চৌধুরী, এরিয়া কমিটির সদস্য আজফর হোসেন পার্টির সদস্যবৃন্দ ও সাধারণ সমর্থক।
বক্তব্য রাখেন দুর্যোধন সর।এছাড়াও মেমারি,কেতুগ্রাম, গলসী ইত্যাদি জায়গাতেও এইদিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।