চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৬ মে – গতকাল নিখিলবঙ্গ শিক্ষিক সমিতির পূর্ব বর্ধমান জেলা সংগঠনের পক্ষ থেকে ডি ওয়াই এফ আই বর্ধমান শহর ১ রেড ভলেন্টিয়ার টিমের হাতে অক্সিমিটার, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস, হেড কেপ তুলে দেওয়া হয়।
বর্ধমান ফুডস ক্লাবের সদস্য রাম সরকার কাল সারারাত স্টেশনে পাহারা দিয়েছেন এবং ঝড়বৃষ্টি বাড়ার সাথে সাথে অসুরক্ষিত মানুষদের সেফ হোমে নিয়ে আসে। সেখানে খাওয়া ও থাকার সব ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই জেলার নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা দপ্তরে এই ব্যবস্থা করা হয়েছে উক্ত ক্লাবের পক্ষ থেকে।
ডি ওয়াই এফ আইয়ের ডাকে দেশব্যাপী কালা দিবস, মোদী সরকারের কোভিডজনিত পরিস্থিতির মোকাবিলায় অপদার্থতার প্রতিবাদে ও কালা কৃষি আইন বাতিলের দাবীতে ডি ওয়াই এফ আই কালনা আঞ্চলিক কমিটির উদ্যোগে চকবাজার পোস্ট অফিসের সামনে হাতে লেখা পোস্টার ও কালো পতাকা প্রদর্শন করা হ’ল।
পূর্বস্হলী এরিয়া কমিটির নসরৎপুর অঞ্চল কৃষক সভা ও দুটি শাখার পক্ষে কেন্দ্রের কৃষক মারা নীতির কালা আইন বাতিলের দাবিতে ও সবার জন্য করোনা ভ্যাকসিন দেওয়ার দাবিতে আজকে কালা দিবস পালন করা হল সর্বভারতীয় কৃষক আন্দোলন কে সংহতি জানিয়ে।
রেড ভলেন্টিয়ার – পূর্বস্থলীর কালেখাঁতলা-১ গ্ৰাম পঞ্চায়েতের পারুলিয়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী রাজীব দেবনাথ ও তার স্ত্রী, তাদের ভ্রমনের পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমান লক ডাউন জনিত কারনে তা বাতিল হয়। বর্তমানে মহামারী জনিত সংকট নিরসনে নিজেদের জমানো অর্থ থেকে ১১০০ টাকা মহামারী মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে পূর্বস্থলী-২ র রেড ভলেন্টিয়ার্সদের প্রদান করেন।
আজ মেমারির মোহনপুরে দুটি কোভিড আক্রান্ত পরিবারের সদস্যদের কাছে প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে আমাদের সদস্যরা রেশন সামগ্রী পৌঁছে দিলো রেড ভলান্টিয়ার্স।
ওয়ার্ড নং- ১৮ (গোলাহাট), বর্ধমান শহর-২
ফোন আসে অক্সিজেনের প্রয়োজন, দ্রুততার সাথে পৌঁছে গেলেন রেড ভলান্টিয়ার্স “Oxygen Concentrator” নিয়ে।