চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৩ মে – গত ২১ শে মে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেমারি ১ বিজ্ঞান কেন্দ্রের হাতে অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য ২২ হাজার টাকার চেক তুলে দেন অজয় গুহ। অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ার আলিও কোভিদ রোগীদের সহযোগিতায় নগদ ২২ হাজার টাকা দেন।
শিক্ষক শিবশংকর চ্যাটার্জি বর্ধমান শহর ১ এরিয়া কমিটির মহিলা সমতির সম্পাদক নাজমা বেগমের মাধ্যমে রেড ভলেন্টিয়ারদের ১০ হাজার টাকা দেন এবং অবসরপ্রাপ্ত কর্মচারী আন্দোলনের নেতা কার্ত্তিক চক্রবর্তী ৫ হাজার টাকা তুলে দেন। গত শনিবার অধিক রাতে সিপিআই(এম )গুসকরা পশ্চিম এরিয়া কমিটি অন্তর্গত এড়াল শাখার পার্টির সদস্য সুনীল মণ্ডলের জীবনাবসান হয়। তিনি যকৃতের রোগে আক্রান্ত হন।তাঁর মৃত্যুর খবর পেয়ে রবিবার সকালে পার্টি নেতা সুরেন হেমব্রম, অনুনয় মন্ডল, শিবদাস কিস্কু, অপূর্ব মজুমদার প্রমুখরা তার চন্ডিপুর বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আউসগ্রাম মঙ্গলকোট থানা এলাকার পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। ছাত্রাবস্থাতেই পার্টির সংগঠনের কাজে নিজেকে যুক্ত করেন। পড়াশুনা শেষে বামফ্রন্ট সরকারের প্রথম ত্রিস্তর পঞ্চায়েতে প্রথমে উপপ্রধান ও পরের পাঁচ বছর এড়াল গ্রাম পঞ্চায়েত-এর প্রধান এর দায়িত্ব যোগ্যতার সঙ্গে পালন করেছেন। পরবর্তীতে আউসগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলেন। পেশায় তিনি ছিলেন এড়াল উচ্চ বিদ্যালয়ের একজন জনপ্রিয় শিক্ষক। নিখিল বঙ্গ শিক্ষক সমিতি সংগঠনের তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী। তাঁর বয়েস হয়েছিল ৭৬ বছর।
নিখিল বঙ্গ শিক্ষক সমিতি পূর্ব বর্ধমান জেলার অবিভক্ত রায়না জোনের দীর্ঘদিনের সম্পাদক, জেলা কাউন্সিলের প্রাক্তন সদস্য, কুকুরা অনিলাবালা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় গোপাল চন্দ্র ঘোষ আজ ভোরে নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। সমিতির পূর্ব বর্ধমান জেলা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পূর্বস্হলী এরিয়া কমিটির নসরৎপুর ১ নং শাখার সদানন্দ বসাক হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকাল ৯ টায় মারা যান। সদানন্দ বসাক পার্টি সংগঠনের কাজে এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তাঁর জীবনাবসানে গভীর শোক জ্ঞাপন করেছেন সি পি আই(এম) পূর্বস্থলী এরিয়া কমিটির সম্পাদক সুব্রত ভাওয়াল।
আজ কালনা ২ রেড ভলেণ্টিয়ারদের উদ্যোগে আজ সেনেরডাঙ্গা পার্টির এরিয়া কমিটির দপ্তর ও সেনেরডাঙ্গা বাজার স্যানিটাইজ করা হয়।