চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত , ২৯ শে অক্টোবর – ২০০০সালে বামফ্রন্ট সরকারের চালু করা বাংলা স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প ২০১২ সালে নাম পাল্টে করা হয় স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প। তাকেই চলতি আর্থিক বছরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলো তৃণমূল সরকার। যেখানে প্রয়োজন কাজ হারানো মানুষকে স্বনির্ভর করে তোলা সেখানে সরকার উল্টো পথে হেঁটে এই মানুষগুলো সর্বনাশের পথ প্রশস্ত করার সিদ্ধান্ত নিলো।
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও গণসংগঠন গুলোর ডাকে ৭ দফা জরুরী দাবীতে ২৬ শে নভেম্বর সারা দেশজুড়ে সাধারণ ধর্মঘটে সবাইকে সামিল হবার ডাক দিচ্ছে পূর্ব বর্ধমান জেলার সিপি আই (এম) পার্টির সব গণ সংগঠনগুলি বিভিন্ন গ্রামে। মেমারি ১ পশ্চিমে আমাদপুর শাখা এলাকায় ধর্মঘটের সমর্থনে চলছে দেওয়াল লিখন।