কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ, ১৬ অক্টোবর: আজ বর্ধমান সদর -২ এরিয়া কমিটির অন্তর্গত বড়শুল -২ অঞ্চলের ১৪ টি গ্রামের ১৬টি বুথ এলাকার কর্মী-সমর্থকদের নিয়ে সিপিআইএম পার্টির উদ্যোগে বড়শুল বাজে সালেপুর কোঁড়াপাড়ায় কর্মীসভা অনুষ্ঠিত হলো। কর্মী সভায় বক্তব্য রাখেন পার্টি্র রাজ্য কমিটির সদস্য অমল হালদার ও গনেশ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য জহর দত্ত ও অন্যান্যরা।
ভারতের গণতান্ত্রিক কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী) পূর্বস্থলী এরিয়া কমিটির পীলা শাখার পাটুলী স্টেশন বাজারে বর্তমান পরিস্থিতির কারণে জনজীবনের বিভিন্ন দাবিতে ও কমিউনিষ্ট পার্টির শতবর্ষের প্রাক্কালে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সদস্য প্রদীপ কুমার সাহা, এরিয়া কমিটির সদস্য বিনকাশিম সেখ, বীরেশ্বর নন্দী ও যুব নেতা অনুপ ঘোষ। সভাপতিত্ব করেন হীরা সেখ।
বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি ভাতার ব্লক কমিটির উদ্যোগে খুন্না গ্রামে রাখি বন্ধন কর্মসূচি পালিত হয়। ছোট বড়ো ছাত্র ছাত্রীরা কবিতা পাঠ করে। রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্য দান করা হয়। বক্তব্য রাখেন জেলা সম্পাদক ইন্দ্রজিৎ হাজরা, অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন ব্যানার্জি।
সিটু ও বস্তি সংগঠনের উদ্যোগে কালনা স্টেশনে বিনা ক্ষতিপূরণে রেলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদের প্রচেষ্টার বিরুদ্ধে ও রেল হকারদের কাজের দাবীতে জমায়েত করা হয়। বক্তব্য রাখেন সুদীপ্ত বাগচী, স্বপন আইচ।
১৯০৫ সালের ১৬ই অক্টোবর বঙ্গভঙ্গের বিরোধিতায় রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উদযাপন করেছিলেন এবং দিনটিকে এক ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ করে গেছেন। তাকে শ্রদ্ধা জানিয়ে আজ সম্প্রীতির রাখিবন্ধন উৎসব পালন করা হলো খণ্ডঘোষ আঞ্চলিক কমিটির চাগ্রামে। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সদস্য সত্যজিৎ হাজরা, জহর আলি, এবং প্রাক্তন প্রধান শিক্ষক অরাতি সূধন পাঁজা।
মেমারী-২ সিপিআই(এম) এর পক্ষ থেকে বিজুর-১ ও রায়না ২ এরিয়া কমিটির কাইতি গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হয়। অসংখ্য মানুষ পঞ্চায়েতে সমবেত হন নিজের অধিকার বুঝে নিতে। ১০০ দিনের কাজ দিতে হবে, বার্ধক্য ভাতা সমস্ত প্রাপকদের দিতে হবে, সকল গরীব মানুষকে আবাস যোজনায় ঘর দেওয়ার দাবি সহ ৯ দফা দাবিতে সমবেত হন মানুষ।৪(ক) ফর্ম জমা নেওয়া শুরু হয় ডেপুটেশন দেওয়ার পর থেকে। উপস্থিত ছিলেন এলাকার সকল নেতৃত্ব সহ অসংখ্য কর্মী সমর্থক দরদী সাধারণ মানুষ। কাইতি গ্রাম পঞ্চায়েতের বিক্ষোভ কর্মসূচিতে প্রায় ৫০০ জন হাজির ছিলেন।