রাহুল চ্যাটার্জি:।চিন্তন নিউজ:১৯শে জানুয়ারি:- বোলপুরের বাঁধগোড়া সবুজপল্লীর বাসিন্দা কবিতা কুমারী নবম শ্রেণীর ছাত্রী। তাঁর বাবা কপিলদেব শাহ বিশ্বভারতীর ফাস্ট গেটে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করে সংসার চালান। তবে দুর্ঘটনার কবলে পরে কপিলবাবুর হাত ভেঙে গেলে পরিবারের উপর যেন এই লকডাউনের মাঝেই আকাশ ভেঙে পরে। কারণ, কপিল বাবুই পরিবারের একমাত্র উপার্জনকারী। হাতে বসাতে হয় প্লেট, খরচ পরে প্রায় পঞ্চাশ হাজার টাকা। ধার করেই সেই টাকা ব্যবস্থা করে অপারেশন করান তিনি। উপার্জনের পথ থেকেও সাময়িক বিশ্রাম নিতে হয়েছে তাই। আর এই সময়েই সংসারের হাল ধরতে এগিয়ে এসেছে কবিতা। পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি বাবার ফুচকার দোকান নিয়ে ব্যবসায় নেমেছে সে, খুদে হলেও রীতিমত পাকা হাত ফুচকা তৈরিতে। আজ বোলপুর শান্তিনিকেতন এলাকার এসএফআই – ডিওয়াইএফআই কর্মীরা শহীদ কমরেড সাইফুদ্দিন মোল্লা স্মৃতি আর্থিক সহায়তা প্রদান করেন কবিতাকে। যাতে কবিতার পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সংসারের প্রয়োজনেও কিছুটা সুরাহা হয় পরিবারটির।
