সীমা বিশ্বাস, আসাম ২৫ ফেব্রুয়ারি, চিন্তন নিউজ– গুয়াহাটির মাঝখানে থাকা রেল বিভাগের ৫৮ বিঘা মাটি ব্যক্তিগত ব্যবসায়ীকে জলের দরে ৯৯বছরের জন্য লিজ দেওয়ার প্রতিবাদে ২৩ফেব্রুয়ারি সিপিআইএম এর রাজ্যিক কমিটির আহ্বান মর্মে অনুষ্ঠিত তীব্র বিক্ষোভ কার্যসূচিতে উত্তাল হয়ে পড়ে গুয়াহাটির মালিগাঁওস্থিত এন. এফ. রেলওয়ের মুখ্য কার্যালয় প্রাঙ্গণ। বেলা ১২ টার সময় সিপিআইএম এর সভ্য সমর্থক সহ দুই শতাধিক লোক রূপায়ণ করে এই বিক্ষোভ কার্য্যসুচি। প্রতিবাদকারিরা হাতে হাতে প্লে-কার্ড, বেনার নিয়ে “বৃহৎ ব্যবসায়ীকে রেলের মাটি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে” ভুমিহীন লোককে মাটির পাট্টা দিতে হবে” সরকারি সম্পত্তি বেসরকারি করণের নীতি প্রত্যাহার করতে হবে” ইত্যাদি স্লোগানে পরিবেশ উত্তাল করে তোলে।
অন্যদিকে এই কার্যসূচির খবর পেয়ে প্রতিবাদ সভায় ব্যপক পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু প্রতিবাদীরা পুলিসের বাধা অতিক্রম করে জঙ্গি প্রতিবাদ আরম্ভ করে। প্রতিবাদী সভায় সিপিআইএমের রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার তীব্র ক্ষোভ প্রকাশ করে তাঁর বক্তব্যে বলেন যে বিজেপি সরকার চুড়ান্ত জনবিরোধী দৃষ্টি ভঙ্গি নিয়ে ৫৮বিঘা রেলের মাটি জলের দামে বিক্রি করাটা আসমের জনস্বার্থের পরিপন্থী। রেলের পরিত্যক্ত মাটি ভূমিহীন , গৃহহীন পরিবারগুলোকে দেবার তিনি দাবি করেন। তিনি আরো বলেন যে বিজেপি সরকার বৃহৎ ব্যবসায়ীদের একদিকে কর রেহাই দিচ্ছে অন্যদিকে সরকারি সম্পত্তি বিক্রি করে দেশ চালাতে চাচ্ছে। দলের রাজ্য নেতা শতঞ্জীব দাস বলেন যে বিজেপি সরকার ন্যাশনাল মনিটাইজেসন পলিশি গ্ৰহণ করে তার মধ্যে রেল সহ অন্যান্য বিভাগের ছয় লাখ কোটি টাকা মূল্যের মাটি-সম্পত্তি বিক্রি করতে উঠেপড়ে লেগেছে। সরকারি খন্ড ধ্বংস করে সেই সম্পত্তি কয়েকজন বৃহৎ ব্যবসায়ীর মধ্যে বিতরণ করা এই জনবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে তিনি বলেন। প্রতিবাদী কার্যসূচির অংশ হিসেবে ৫৮ বিঘা মাটি ব্যবসায়ীকে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মহাপ্রবন্ধকের মাধ্যমে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে স্মারকপত্র প্রদান করা হয়। সম্পাদক মন্ডলীর সদস্য ইসফাকুর রহমান,সুপ্রকাশ তালুকদার,টিকেন দাস, শতঞ্জীব দাসকে নিয়ে গঠিত প্রতিনিধি দল মহাপ্রভন্ধকের হাতে এই স্মারকপত্র প্রদান করে।