রাজ্য

নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভের আঁচ পৌঁছলো বেলুড় মঠেও।


মাধবী ঘোষ:চিন্তন নিউজ:১৩ই জানুয়ারি:–মাঠে মোদির প্রবেশাধিকার নিয়ে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের প্রতিবাদ, নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভের আঁঁচ পৌঁছলো বেলুড় মঠেও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেলুড় মঠ সফরের প্রতিবাদে রামকৃষ্ণ মঠ ও মিশনের কর্তৃপক্ষকেই মেল করলেন রামকৃষ্ণ মিশনের স্কুল ও কলেজ গুলির প্রাক্তন ছাত্ররা। প্রত্যেকে একই বয়ানে ইমেল করেছেন। সেখানে লেখা হয়েছে, রামকৃষ্ণ মিশনের ছাত্র হিসেবে বেলুড় মঠ কর্তৃপক্ষকে অনুরোধ করছি স্বামী বিবেকানন্দ জন্মদিনের আগের দিন নরেন্দ্র মোদির সফর বাতিল করুন”।

তাঁরা এও লিখেছেন, বিশ্বাস করি, ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং মা সারদা দেবী কোন অবস্থাতেই একজন গণহত্যাকারী এবং বিভাজন কারীকে সমর্থন করতেন না। শান্তি এবং সম্প্রীতির প্রতীক হিসেবে যে জায়গা তৈরি হয়েছিল, সেখানে এখন এক জনকে ঢুকতে দেবেন না, যার জন্যই জনগণের এত দুর্দশা।’


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।