পাপিয়া দাস মজুমদার, দিল্লী: চিন্তন নিউজ:১৮ই জুন:- ভারতের কমিউনিস্ট পার্টির ডাকে গতকাল অর্থাৎ ১৬ ই জুন সারা ভারতে প্রতিবাদ দিবস পালনের ডাক দেওয়া হয়েছিল। আর এই প্রতিবাদ দিবসে দেশের প্রায় সব রাজ্যেই ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, জনগণ বিরোধী ও করোনার মতো আপদকালীন মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে অক্ষম এই বাজপা সরকার।
সুপ্রিম কোর্টের চারটি মূখ্য দাবিকে সামনে রেখে সারা ভারত প্রতিবাদ দিবসে সামিল হন মার্কসবাদী কমিউনিস্ট পার্টি।
সুপ্রিম কোর্টের এই চার মূখ্য দাবি সমূহ যথাঃ-
১) আয়কর সীমারেখার নিচে যারা রয়েছেন, তাদের প্রতি পরিবারের একাউন্টে আগামী ৬ (ছয়) মাস ৭৫০০ (সাত হাজার পাঁচশো) টাকা করে জমা করতে হবে।
২) প্রত্যেক পরিবার কে সদস্য প্রতি ১০(দশ) কেজি করে ফ্রী রেশন ও সাথে ১৭ প্রকার খাদ্য বস্তু সরবরাহ করতে হবে।
৩) মনরেগার মাধ্যমে ২০০ দিন কাজ দিতে হবে গ্রাম ও শহরে।
৪) সার্বজনিক সম্পত্তি বেঁচা বন্ধ করতে হবে। ও শ্রম কানুনের পরিবর্তন বন্ধ করতে হবে।
মধ্য প্রদেশের রাজধানী ভূপালে এই আন্দোলনে সামিল হয়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য সচিব যশ বিন্দর সিংহ বলেছেন – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপদকালীন মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে অসমর্থ। এই আপদকালীন সময়ে যেখানে ১৫০০০ (পনেরো হাজার) লোকের চাকুরী চ্যুত হয়েছে, সেখানে আম্বানির সম্পদের ১৭% বৃদ্ধি পেয়েছে এই আপদকালীন সময়ে ও।
ক্ষুদ্রাতিক্ষুদ্র ও মধ্যমবর্গীয় ব্যবসায়ীর ব্যাবসা বন্ধ হয়ে গেছে।
সরকার যে ২০ লাখ কোটির প্যাকেজ ঘোষণা করেছিলো তারমধ্যে সাধারণ জনসাধারণের জন্য রয়েছে মাত্র ১ লাখ কোটি,অপরদিকে বাকি ১৯ লাখ কোটি টাকার প্যাকেজ রয়েছে কেবলমাত্র পুজি পতি দের জন্য।
মাকর্সবাদী কমিউনিস্ট পার্টি এইসব দাবি নিয়ে আরও বৃহত্তর আন্দোলন চালিয়ে যাবে।
একই সাথে হিমাচল প্রদেশের সিমলা – র আন্দোলনেও ব্যাপক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।