সায়ঙ্ক মন্ডল:-চিন্তন নিউজ:-১৪ই জুলাই :- ডাঃ কাফিল খানের মুক্তির দাবিতে সোচ্চার বিভিন্ন সংগঠন। গত কয়েক মাস ধরে তাঁকে বন্দি অবস্থায় দিন কাটাতে হচ্ছে। এ নিয়ে এবার সরব বিভিন্ন গণসংগঠন গুলি । এবার রাস্তায় নেমে আন্দোলনের ডাক দিলেন সংখ্যালঘু যুব ফেডারেশন রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জান। ১৪ তারিখ বিকেল ৫ টা থেকে ৫.৩০ মিনিট পর্যন্ত ডঃ কাফিল খানের মুক্তি দাবিতে রাজ্যের সর্বত্র শান্তিপূর্ণ ভাবে প্লেকাড্ পোস্টার হাতে রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ সংগঠিত করা ।
মাওলানা কামরুজ্জান জানিয়েছেন যে, শারীরিক দুরত্ব বজায় রেখে মুখে মাস্ক পড়ে প্রতিবাদ সংগঠিত হবে । তিনি আরও বলেছেন যে ডঃ কাফিল খান একজন উত্তরপ্রদেশের নাম করা ডাক্তার । শিশু চিকিৎসায় তার নাম সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়াতে, তিনি যোগী সরকারের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছেন। তাকে জেলে রেখে শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হচ্ছে। এই নিয়ে সোচ্চার হয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।