রত্না দাস: চিন্তন নিউজ: ৯ই সেপ্টেম্বর:- ভীমা কোরেগাঁও মামলায় এনআইএ সমন পাঠায় বিজ্ঞানী পার্থসারথি রায়কে। পার্থবাবুর পাশে দাঁড়ালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমেরেটস প্রফেসর সুকান্ত চৌধুরী। পার্থবাবুকে জেরার বিরোধিতা করেন অধ্যাপক সুকান্ত চৌধুরী।
পার্থসারথি রায় আইসার কলকাতার মলিকিউলার বায়োলজির অধ্যাপক ও বিজ্ঞানী। তিনি নানারকম সমাজ সচেতনতামূলক গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত। পার্থবাবুর ভূমিকাকে কুর্নিশ জানিয়ে শিক্ষাবিদ সুকান্ত বাবু বলেন ,” ‘আরো একবার প্রমাণিত হলো এই ফ্যাসিস্ট সরকারের সময়ে গণতান্ত্রিক মনোভাবাপন্ন আন্দোলনের কণ্ঠরোধ করা হচ্ছে।”
এই অতিমারি করোনা কালে পার্থবাবুর ভূমিকা চোখে পড়ার মতো। কোভিড-১৯ এর সংক্রমণ রোধে তিনি নানা রকম কাজ করেন। নদীয়া জেলায় তার মডেলের উপকারিতার কথা বিবৃতিতে মনে করিয়ে দেন সুকান্ত বাবু। এর পাশাপাশি পার্থ বাবু রাজনৈতিক বন্দিমুক্তি সহ সমাজের নানা রকম উন্নয়নমূলক কাজের আন্দোলনের সাথে যুক্ত। পার্থবাবুর এই সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করেন অধ্যাপক সুকান্ত চৌধুরী।