দেশ

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।।


সূপর্ণা রায়: চিন্তন নিউজ:৩১শে আগস্ট,২০২০:- আজ সোমবার সন্ধ্যা ৬:১৫ নাগাদ এই প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত হন। প্রনব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি জানান যে, তাঁর বাবা প্রনব মুখার্জি ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন।। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত শেষ যুদ্ধটা হেরে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি।। সংবাদ মাধ্যম জানিয়েছে যে দিল্লির সেনা হসপিটালে মাথায় আঘাত নিয়ে ভর্তি হন। পরে জানা যায় তিনি করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে ছিলেন। প্রাক্তন রাষ্ট্রপতি র মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ছিলেন বঙ্গসন্তান প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি বেশ কয়েকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি রাষ্ট্রপতি পদে আসীন হন।। অসামান্য এই প্রজ্ঞাবান বাঙালি সমাজের সর্বস্তরের মানুষের কাছে আদরনীয় এবং শ্রদ্ধার পাত্র ছিলেন। গতবছর আগস্টে প্রনব মুখার্জি ভারতের সর্বোচ্চ সন্মান ” ভারত রত্নে”” ভূষিত হন। তাঁর মৃত্যুতে ভারত তার এক সুসন্তানকে হারালো। ভারতের রাজনীতিতে এক অসামান্য ক্ষতি হলো বলে রাজনৈতিক মহল মনে করছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।