শিক্ষা ও স্বাস্থ্য

“বহিষ্কারে স্থগিতাদেশ, কাল থেকেই করতে পারবে ক্লাস সোমনাথ রুপা ফাল্গুনী রা”


রণদীপ মিত্র: চিন্তন নিউজ:৮ই সেপ্টেম্বর:–বিশ্বভারতীর তিন পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্তের উপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামীকাল থেকেই বহিষ্কৃত পড়ুয়াদের স্বাভাবিক পঠন পাঠনের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের এই নির্দেশ উপাচার্যের প্রতি জোর ধাক্কা বলেই মত অভিজ্ঞ মহলের। এই রায় স্বাগত জানিয়েছেন আন্দোলনরত পড়ুয়া, অধ্যাপকরা। এসএফআই কর্মী রূপা বলেন, ”আমরা কোনদিনই উপাচার্যের বিরুদ্ধে যুদ্ধ করতে নামিনি। কিন্তু উপাচার্যই আমাদের পড়াশুনা থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছেন। তাই উপাচার্যের অপসারনের দাবি থেকে আমরা সরছি না। সেই দাবিতে আমাদের আন্দোলন চলবে আদালতের নির্দেশ মেনেই।”

তিন পড়ুয়ার বহিষ্কারের প্রতিবাদে গত ২৭ আগস্ট থেকে উপাচার্যের বাংলোর সামনে অবস্থানে বসেছেন পড়ুয়ায়া। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে এই আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানী শেষে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা পড়ুয়াদের বহিষ্কারের সিদ্ধান্তের উপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন। সঙ্গে পড়ুয়াদের আন্দোলন প্রত্যাহার করার ও সুস্থ স্বাভাবিক পরিবেশে পঠনপাঠন চালু করার নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণ পড়ুয়াদের অপরাধের যা যা অভিযোগ উঠেছে তার থেকে গুরুতর শাস্তি দেওয়া হয়েছে। আগামী বুধবার ফের শুনানী আছে মামলার। আন্দোলনরত অধ্যাপক ভিবিউফার সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য বলেছেন, “এটা আমাদের প্রাথমিক জয়। অধ্যাপকদের পক্ষ থেকেও এই মামলায় অন্তর্ভুক্ত হওয়ার পরিকল্পনা করা হবে। কারন বহু অধ্যাপকও উপাচার্যের রোষের শিকার হয়ে রয়েছেন।”

আদালতের নির্দেশের প্রেক্ষিতে পড়ুয়াদের আইনজীবি বিকাশ ভট্টাচার্যের প্রতিক্রিয়ায় বলেন, “বিচারককে পরিস্কার বলেছি, ছাত্রদের সাজা যদি উপাচার্য প্রত্যাহার না করেন, তাহলে আন্দোলন থামানো যাবে না। এই সাজা যদি প্রত্যাহার করা হয় তবেই শান্তি ফেরাবার উদ্যোগ নেওয়া যেতে পারে। বিচারক এই বক্তব্য গ্রহন করেছেন। বিচারক বলেছেন, এক্ষুনি পড়ুয়াদের ক্লাসে ফিরতে দিতে হবে এবং বহিষ্কারের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন। বিচারক উপাচার্যের উদ্দেশ্যে এও বলেছেন, উপাচার্য যদি মনে করেন তিনি আইনের উর্দ্ধে তাহলে এটা ঠিক না।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।