জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ, ১২ অক্টোবর: তৃণমূল কংগ্রেসের আক্রমণকে উপেক্ষা করে আজ বর্ধমান সদরের বৈকন্ঠপুরে কান্দাসোনা গ্রামে সিপিআইএমের উদ্যোগে উত্তরপ্রদেশের হাথরাস ও এই রাজ্যের বিভিন্ন স্থানে মহিলাদের ওপর পাশবিক অত্যাচার ও খুন, কেন্দ্রে কৃষক বিরোধী নীতির প্রতিবাদে এক মিছিল করা হয়।

কালনা ১ – সুলতানপুর অঞ্চলে হাটবেলা গ্রামে শহীদ গোপাল ঘোষ ও ভোলা প্রামাণিকের প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সুকুল শিকদার, শ্যামল পাল, কাদন হেমব্রম প্রমুখ।

মেমারি- ২ কুচুট গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম-এর পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। ১০০ দিনের কাজ, বার্ধক্য ভাতা, গরীব মানুষদের আবাস যোজনায় ঘর দেওয়ার দাবীতে পঞ্চায়েত ঘেরাও করা হয়। কাজ অথবা ভাতা না দেওয়া হলে ১৫ দিনের মধ্যে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয় সকল দরদী সমর্থকদের উপস্থিতিতে। আজ বর্ধমান ১ এরিয়া কমিটির মাহিনগরে গ্রাম কৃষক সম্মেলন হলো।

দুর্গাপূজার সাতদিন আগে রাইসমিল, এলুমিনিয়াম কারখানার শ্রমিক, বিড়ি শ্রমিক, দোকান-কর্মচারী সহ সমস্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক-কর্মচারীদের বোনাস দিতে হবে, এই দাবিকে সামনে রেখে সিটু কাটোয়া মহকুমা এলাকার ৫টি ব্লকের কয়েকশো শ্রমিক -কর্মচারী মিছিল করে ডেপুটেশন দিলেন কাটোয়ার মহকুমা শাসককে। এদিন বিকেলে শতাধিক মানুষের মিছিল কাটোয়া সুবোধ স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয়ে জমায়েত হয় কাটোয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে।

বোনাস কারও দয়ার দান নয়, এটা অধিকার, এ অধিকার দিতে হবে। এর পাশাপাশি বিড়ি শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদের ন্যুনতম মজুরি, সামাজিক সুরক্ষার দাবিও তোলা হয়। রেল চলাচল স্বাভবিক হলে স্বাস্থ্যবিধি মেনে রেল হকারদের কাজ করতে দিতে হবে এই দাবি নিয়ে মিছিলে অংশ নেন তাঁরাও।
ডেপুটেশনের আগে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন সিটু কাটোয়া শহর এরিয়া কমিটির সম্পাদক সুজিত রায়। এরপর এক প্রতিনিধিদল মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন।

সিটু পূর্ব বর্ধমান জেলা সভাপতি অঞ্জন চ্যাটার্জি বলেন, লকডাউনের অজুহাতে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা চলবে না। রেল স্বাভবিক হলে স্বাস্থ্যবিধি মেনে রেলহকারদের কাজ করতে দিতে হবে। দাবিগুলি মানা না হলে সিআইটিইউ বৃহত্তর আন্দোলনের পথে যাবে।

সিপিআই(এম) কালনা ২ এরিয়া কমিটির উদ্যোগে টোলা গ্রামে বিক্ষোভ ও পথ সভা হয়। এই সভায় সভাপতিত্ব করেন তপন মুখার্জী। সভায় বক্তব্য রাখেন মহম্মদ শা, মিতালী মুখার্জী ও বর্ধমান জেলা সম্পাদকমন্ডলী সদস্য তাপস চ্যাটার্জী।

ডি ওয়াই এফ আই রায়না আঞ্চলিক কমিটি মুগুড়া ইউনিটের উদ্যোগে মুগুড়া গ্রামে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পুরুষ মহিলা মিলিয়ে মোট ৫০ জন রক্ত দাতা রক্তদান করেন।৫০জনের বেশি রক্ত না নেবার জন্য অনেক মানুষকে ফিরে যেতে হয়। পতাকা উত্তোলন করেন সৌরভ গুহ। উপস্থিত ছিলেন জেলা সভাপতি স্বর্ণেন্দু দাস, জেলা সদস্যা মিতা মালিক, মাধবডিহি আঞ্চলিক কমিটির সম্পাদক সোমনাথ মাঝি, বিশ্বজিৎ খাঁ প্রমুখ।

বেসরকারীকরণের বিরুদ্ধে, শ্রমিকদের অধিকার রক্ষার সংগ্ৰাম শক্তিশালী করতে, শ্রমিক কর্মচারীদের বোনাসের দাবিতে, সারা দেশে আগামী ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ কাটোয়া শহরে শ্রমজীবী মানুষের দৃপ্ত মিছিল করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।