বিদেশ

দুর্ঘটনার কবলে যাত্রবাহী বিমান


সুপর্ণা রায়: চিন্তন নিউজ: ১৬/০১/২০২৩:– গতকাল সকাল ১০:৩২ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দর থেকে পোখারার উদ্দেশ্যে রওনা দেয় ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান। পোখরায় অবতরণ ঠিক পাঁচ মিনিট আগে পুরোন পোখারা বিমানবন্দর আর নব নির্মিত আন্তর্জাতিক পোখারা বিমানবন্দর এর মাঝখানে বত্রিশ হাজার ফুট উপর থেকে মুখথুবড়ে পড়ে বিমান টি । বিমান টিতে মোট আটষট্টি জন যাত্রী ও চার জন বিমানকর্মী ছিলেন । মনে করা হচ্ছে তাঁরা প্রত্যেকেই মৃত। বিমান টি তে পাঁচ জন ভারতীয় ও সাথে আরও দশ জন বিদেশি যাত্রী ছিলেন । ইতিমধ্যে ঘটনাস্থল থেকে চল্লিশ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

সুত্রের খবর অনুযায়ী জানা গেছে যে পোখরা বিমানবন্দরে অবতরণ ঠিক পাঁচ মিনিট আগে হঠাৎ বিমান টি নীচের দিকে হুড়মুড়িয়ে নামতে শুরু করে আর তারপরেই শ্বেতী নদীর তীরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আর তৎক্ষণাৎ বিমান টি তে আগুন ধরে যায় । বিশেষজ্ঞ মহলের মতে বিমান টি তে কোন বড়ো ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল আর বিমানটির স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। নেপাল প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এই দূর্ঘটনার কারণ অনুসন্ধান এ কিন্তু ব্ল্যাকবক্স উদ্ধার করা না গেলে দূর্ঘটনার কারণ বলা যাবে না বলে জানিয়েছেন তদন্ত কারীরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।