তপন চক্রবর্তী __চিন্তন নিউজ:— এসএফআই কোন্নগর লোকাল কমিটির অন্তর্গত কানাইপুর শাখার উদ্যেগে ছাত্র ছাত্রীদের অনলাইন ভর্তি প্রক্রিয়ার কর্মসূচি । নৈটিরোড ঝিলপাড় গণেশভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ।
পার্থ চক্রবর্তী জানিয়েছেন যে ৯ই আগস্ট সেভ ইন্ডিয়া এই স্লোগানকে সামনে রেখে ১২দফা দাবির ভিত্তিতে বামপন্থী ট্রেড ইউনান সংগঠন ও অন্যান্য গণসংগঠন গুলির ডাকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয় |
সোমনাথ ঘোষ _আরামবাগ:— ভারত বাঁচাও দিবস উপলক্ষে কৃষকসভা , ক্ষেতমজুর ইউনিয়ন সহ বামপন্থী ছাত্র,যুব , মহিলারা শিয়াখালা পঞ্চায়েত এলাকায় মধুপুর ভট্ট পুরে মিছিল ও পথসভা করে। পথসভায় বক্তব্য রাখেন কমরেড সোমনাথ ঘোষ ও রঘুনাথ ঘোষ সহ আরও অনেকেই।।
সুপর্না রায় :- চুঁচুড়া হুগলি জেলা সংশোধনাগারে করোনা সংক্রমণ ছড়িয়েছে। এক কারারক্ষীসহ ছয়জন বন্দির করোনা সংক্রমণ পজিটিভ এসেছে।। এই সংবাদ পেতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে এক বন্দির করোনা ভাইরাস সংক্রমণের কারণে তাকে চুঁচুড়া ইমামবাড়া হসপিটালে ভর্তি করানো হয়।। তার করোনা সংক্রমণ সমস্ত লক্ষণ বিদ্যমান ছিল।। লালারস পরীক্ষা হয় কিন্তু রিপোর্ট আসার আগেই ঐ বন্দির মৃত্যু হয়।। হুগলি জেলা সংশোধনাগারে ৪০০ বন্দির থাকার কথা।। আদালতের কাজকর্ম বন্ধ থাকায় বন্দির সংখ্যা ৭০০ জনে পৌঁছেছে।।
সুপর্না রায় আরও জানাচ্ছেন, বলাগড়ে এগোতে এগোতে গঙ্গা এবার স্কুলের দোড়গোড়ায়। জিরাট এর খয়রামারি জিএএফসি স্কুলের প্রধান শিক্ষক প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছেন প্রদীপ কুমার মন্ডল।। বলাগড়ের গঙ্গা ভাঙন এই নতুন নয়।। প্রতিবছর গঙ্গা গিলে নেয় মানুষের জমিজিরেত, বাড়ীঘর সবকিছু।। এই অঞ্চলের বহু মানুষ হুগলির বিভিন্ন জায়গায় অতি দূর্দাশার মধ্যে দিয়ে চলেছেন।।