পাপিয়া দাস মজুমদার:-চিন্তন নিউজ:-১৯শে জুলাই:- জনগণের সারাজীবনের সঞ্চয়ের উপরই মোদির সহযোগীদের অমানবিক লুটপাট। জনগণের সঞ্চিত অর্থকে ব্যবহার করেই একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হচ্ছে ঘোড়া কেনা-বেচার মাধ্যমে।
সিপিআই(এম)র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি গত শুক্রবার এক ট্যুইট করেন এস বি আই ১.২৩ লক্ষ কোটি টাকা ঋণ মুকুবের খবর। সি পি আই (এম) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরী মানি লাইফ ডট ইন এ এক প্রতিবেদন শেয়ার করেন। সেই প্রতিবেদনে উনি বলেছেন,খুব শীঘ্রই এইসব বর্বর ঋণখেলাপীদের গ্রেফতার করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জনগণের সঞ্চিত অর্থ অবিলম্বে ফেরত দিতে হবে। ইয়েচুরী আরও বলেন, গত ৮ বছরে স্টেইট ব্যাংক অফ ইন্ডিয়া ঋণখেলাপীদের ১,২৩,৪৩২ কোটি টাকা ঋণ মুকুব করেছে।
সেই ঋণখেলাপীদের বিশাল অঙ্কের মধ্যে এস বি আই ৮,৯৬৯ কোটি টাকা অর্থাৎ ৭ শতাংশ মাত্র উদ্ধার করতে পেরেছে। আর বাদ বাকী সব মুকুব করে দিয়েছে। সেই ঋন মুকুবের পরিমাণ হলো ১,২৩,৪৩২ কোটি টাকা।
এস বি আই এর এক শেয়ার অংশীদার শ্রী বিবেক ভেলাংকরকে এস বি আই এর পাঠানো তথ্যতে দেখা যাচ্ছে ঋণখেলাপীদের তালিকায় উপরের দিকে রয়েছে ভূষণ পাওয়ার এন্ড স্টীল, আই ভি আর সি এল,ভিডিওকন ইন্ডাস্ট্রিজ প্রমুখ সংস্থা। এই তিন সংস্থার মোট ঋনের পরিমাণ ১৫৫৯৩ কোটি টাকা।এই ঋনের কোনো অংশ আদায় না করে সবটা মুকুব করে দেওয়া হয়েছে। আবার ৮,০৯৮.০৫ কোটি টাকা ঋণ নিয়ে অলোক ইন্ডাস্ট্রিজ ফেরত দিয়েছে মাত্র ১,৭০৩.৫৭ কোটি টাকা। আর বাকি সব টাকাই মুকুব করে দেওয়া হয়েছে।
পুণের সজাগ নাগরিক মঞ্চের সভাপতি বিবেক ভেলাংকর বলেন এর থেকেই প্রমাণিত হয়,সাধারণ গ্রাহকদের সামান্য ঋণও ব্যাঙ্ক কখনো মুকুব করে না,অথচ কীভাবে এইসব বড়ো বড়ো ব্যবসায়ীদের ঋণ মুকুব হয়ে যায়।।