নিজস্ব প্রতিবেদনে দিলীপ সোম: চিন্তন নিউজ: ৩১শে আগস্ট:– ‘৭০ সালের জন্মলগ্ন থেকেই পিপলস্ রিলিফ কমিটি হুগলির পথচলা ও কর্মযজ্ঞ শুরু হয়েছিল যা আজ মহীরূহ হয়ে সমাজের অংশ হিসেবে কাজ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আজকের কর্মসূচির প্রাক্কালে পি আর সি, হুগলির মূল স্থপতি ও অনুপ্রেরক স্বাধীনতা সংগ্রামী ও গণতান্ত্রিক আন্দোলনের অভিজ্ঞ নেতা বরেণ্য সন্তান শ্রদ্ধেয় বিজয় কৃষ্ণ মোদকের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও প্রনাম জানিয়ে আজকের কর্মসুচীর সুচনা হয়।
সত্তরবছরের অধিক সময় ধরে বিভিন্ন পরিসরে কখনও চক্ষু অপারেশন শিবির, সাপ্তাহিক নির্দিষ্ট দিনে বিভিন্ন চিকিৎসকের সহযোগিতায় আউটডোর পরিচালনা, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে, প্রাকৃতিক দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকে জনজীবনের স্বার্থে এমনকি গণতান্ত্রিক মূল্যবোধের নিরিখে স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য সচেতনতা শিবির, সাম্প্রতিক লকডাউনে অসহায় ও দুঃস্থ পরিবারের হাতে বস্ত্র বিতরণ, শীতকালীন সময়ে কম্বল বিতরণের পাশাপাশি গণ আন্দোলনের সাথী হয়ে পি আর সি তাদের কর্মযজ্ঞকে আরও প্রসারিত করে চলেছেন অসংখ্য কর্মী ও নেতৃত্বের সুচারু ভাবে কাজ করার মধ্য দিয়ে।
এই দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানটির চলার পথে স্মৃতি বিজড়িত অভিজ্ঞতার আলোকে আলোকিত করেছেন এবং পি আর সিকে সমৃদ্ধ করেছেন একাধিক চিকিৎসক সহ গণআন্দোলনের নেতৃত্ব ও অসংখ্য দায়িত্বশীল কর্মীরা যাঁরা প্রয়াত হয়েছেন তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রনাম।আজকের দিনে সেই ঐতিহ্যকে বহন করে চলেছেন বর্তমান পি আর সি’র নেতৃবৃন্দ ও কর্মীরা।
হুগলি পি আর সি’র আজকে অসংখ্য নেতৃত্ব ,চিকিৎসক এবং কর্মীরা যাঁরা প্রয়াত হয়েছেন তাঁদের উজ্বল হয়ে থাকা স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘রক্তদান শিবির’ এবং স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। আজকের কর্মযজ্ঞ- রক্তদান শিবিরে রক্তদাতাদের আগাম অভিনন্দন ও শুভেচ্ছা। যাদের আন্তরিক সহযোগিতা, সক্রিয় ভূমিকা পালন এবং অক্লান্ত পরিশ্রম করে আজকের কর্মসূচিকে সফল ও সার্থক করার আপ্রাণ চেষ্টা করে চলেছেন দীর্ঘ কয়েকদিন ধরে তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা ।
পি আর সি’র ঐতিহ্য ও কর্মধারার ইতিহাসকে আরও একবার প্রমাণ করলো আজকের এই কর্মসূচির মাধ্যমে- ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ‘।হুগলি পি আর সি’র সভাপতি, সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্য ও পরিশ্রমী কর্মীদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা ।