দেশ

মহারাষ্ট্রের মার্কাডওয়াডি গ্রামের মানুষ সাহস দেখাচ্ছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে গিয়ে ভোট কারচুপি রুখে দেওয়ার


অলোক ঘোষ: চিন্তন নিউজ: ৩রা ডিসেম্বর২০২৪:– আজ ভারতবর্ষে এক অভূতপূর্ব এবং অভিনব ঘটনা ঘটতে চলেছে। গত ২০শে নভেম্বর অনুষ্ঠিত মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে (Markadwadi village in Malshiras assembly in Maharashtra ) মহারাষ্ট্রের মার্কাডওয়াডি গ্রামে বিজেপি প্রার্থী বেশি ভোট পেয়েছেন। কিন্তু গ্রামের লোকজন বলছে এটা সম্ভব নয়। ঐ গ্রামে ২০০৯ , ২০১৪, ২০১৯ এবং ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত প্রত্যেকটি লোকসভা নির্বাচনে
এবং বিধানসভা নির্বাচন গুলোতে এনসিপি প্রার্থী বেশি ভোট পেয়েছেন। তাই ঐ গ্রামের বাসিন্দারা প্রথমে বিডিও এর কাছে যান। বলেন যে নতুন করে ব্যালট পেপারে ভোট করতে হবে। কিন্তু সেই বিডিও বলেন সেটা করা সম্ভব নয়। ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। তখন ঐ গ্রামের মানুষ সকলে মিলে ঠিক করেছে যে তারা নিজেরাই ব্যালট পেপারে ভোট গ্রহণের ব্যবস্থা করবেন। অর্থাৎ ব্যালট পেপার ছাপানো হয়েছে। আগামীকাল সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করবে। তার জন্য নিজেরাই অন্য গ্রাম থেকে সম্পূর্ণ নিরপেক্ষ ভোট নেওয়ার লোকজন নিয়োগ করেছে যারা পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার হবেন। তাদের আসা যাওয়া এবং ভোট প্রক্রিয়ার সম্পূর্ণ খরচ গ্রামবাসী তুলেছেন। বিকেলে পাঁচটায় ভোট গণনা শুরু হবে। তারপর ফলাফল ঘোষণা হবে। ওনারা প্রমাণ করতে চান ইভিএম দিয়ে নির্বাচন কমিশন ভোটে জালিয়াতি করছে। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন
আগামীকাল কি হয়।
মহারাষ্ট্রের ঐ গ্রামের মানুষ সাহস দেখাচ্ছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাওয়ার। আশা করা যায় ভবিষ্যতে সকলেই এইভাবে বিরুদ্ধতা করতে সাহস দেখাবেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।