দেশ রাজনৈতিক

দেশপ্রেম ও দ্বেষপ্রেমী


সুগত দত্ত:চিন্তন নিউজ:২৮শে ফেব্রুয়ারি:– কি সুন্দর দেশপ্রেম। প্রথমে বিজেপি নেতা কপিল মিশ্রা টুইট করে নিজের লোকদের এক করলো। এসে উত্তেজনা মূলক ভাবে পুলিশের ডি এস পি-র সামনে মানুষকে বিভ্রান্ত করে উত্তেজিত করলো। এবার আসরে ছোটো মাপের নেতা নেত্রী। ওরা এক এক করে শাহিনবাগের চার পাশের রাস্তা অবরোধ করলো। বিভিন্ন জায়গা থেকে ইট জোগাড় করে জে সি বি করে উত্তেজনা স্থানে আনা হলো।

যে মহল্লায় হিন্দু মুসলিম বাস এক সাথে সেখানে হিন্দুদের বাড়িতে গেরুয়া ঝান্ডা লেগে গেল। রাস্তায় হিন্দুদের কপালে লাল ঠিকা লেগে গেল। না এখানে গুজরাট দাঙ্গার কথা হচ্ছে না। গুজরাটের তখনকার স্বরাষ্ট্র মন্ত্রী বর্তমান ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী। এটা দেশের রাজধানী দিল্লি। ২০০২ এর গুজরাট পৌঁছে গেলো ২০২০ দিল্লিতে। মাজহার মসজিদ ভাঙলো, আগুন লাগলো।

আর মিডিয়া যেটা দাঙ্গা বলছে সেটা দাঙ্গা না, এটা হত্যালীলা। সংখ্যালঘু দের ওপর দাঙ্গাবাজ বিজেপি ও আর এস এস বাহিনীর আক্রমণ। আপাতত মৃত তিরিশের বেশী। হ্যাঁ প্রায় চৌত্রিশ জন মানুষ। রাজনীতির জন্য ধর্মের বিরুদ্ধে ধর্মকে লাগিয়ে মানুষ খুন। মরছে মানুষ। সারা পৃথিবীর শুভ বুদ্ধির মানুষ যখন এই ঘটনার নিন্দা জানাচ্ছে তখন বাংলার মুখ্যমন্ত্রী বলছেন উনি কিছু জানেন না, বুঝতেও পারছেন না। বলছেন “আমি ঘটনার ওপর ওয়্যাচ রাখছি।”

না আজ কেউ প্রধানমন্ত্রীর কাছে ১৫ লাখ চাইবে না। কেউ জিজ্ঞেস করবে না যে কেন আজও ডলারের দাম আর টাকার মূল্য এক হলনা। কেন ব্যাংকে জমানো টাকার ওপর সুদ কমছে। কৃষি জাত পণ্যের দাম কেন বাড়ছে। কৃষক আরো আত্মহত্যা করবে। আরো বেকারত্ব বাড়বে। চাকুরীরতরা কাজ হারাবে। বেকাররা আত্মহত্যার পথ বেছে নেবে। কিন্তু কেউ রাষ্ট্রেকে প্রশ্ন করতে পারবে না। কারণ দেশ আজ রাষ্ট্রের তৈরী অসুখে আক্রান্ত।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।