বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা ও স্বাস্থ্য

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মশালা অনুষ্ঠিত হল দুর্গাপুরে


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ৬ ফেব্রুয়ারি: রঙের উৎসব দোলকে সামনে রেখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রতি বছরই এই সময় ভেষজ আবীর প্রস্তুত করে মানুষের জন্য নিরাপদ উৎসবের বার্তা দান করে। এই উদ্দেশ্য নিয়েই আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত কেন্দ্র আয়োজন করে ভেষজ আবীর তৈরির কর্মশালা।

রাজ্যস্তরে প্রশিক্ষণ প্রাপ্ত বিজ্ঞান কর্মী পম্পা নন্দী, স্বপ্না চট্টরাজ এবং মল্লিকা গাঙ্গুলীর তত্ত্বাবধানে দুর্গাপুর ইস্পাত কেন্দ্রে সারা দিন ব্যাপী কর্মশালা চলে। এই কর্মশালায় মোট ৪২জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রত্যেকের উৎসাহ, আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

প্রথমে মল্লিকা গাঙ্গুলী ভেষজ আবীরের গুণাবলী বর্ননা করেন। তারপর আবীর প্রস্তুত পদ্ধতি ও ব্যবহার্য সামগ্রীর পরিমান সম্পর্কে ব্যাখ্যা করেন। তারপর শুরু হয় হাতে কলমে শিক্ষা, গাঁদা, বীট, এবং পালং শাক এই তিনটি রঙের নমুনা প্রস্তুত করে দেখানো হয়। প্রশিক্ষিকাদের পরিচালনায় সমস্ত অংশগ্রহণকরী প্রত্যক্ষ ভাবেই ভেষজ আবীর প্রস্তুত করে দেখান।

অঞ্চল ভিত্তিক কর্মশালা করে ভেষজ নিরাপদ রং প্রস্তুত করা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের লক্ষ্য। সংগঠনের তরফে সকলকে এই মহতি প্রচেষ্টায় সামিল হয়ে লো কস্ট এন্ড নো কস্ট সামগ্রীর সাহায্যে সম্পূর্ণ নিরাপদ রং নিজেরাই নিজেদের জন্য প্রস্তুত করে আসন্ন রঙের উৎসবে সকলকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।