জেলা

পশ্চিম বর্ধমান জেলা সংবাদ


চিন্তন নিউজ, ২২ অক্টোবর, উজ্জ্বল মন্ডল: কমরেড রঞ্জন ব্যানার্জির নিজ উদ্যোগে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের, কুলটি ৬২ নং ওয়ার্ডের প্রতিটি পাড়ায়, গলি গলি স্যানিটাইজ করছেন যাতে এলাকার মানুষ সুস্থ থাকেন। “পুজো করুন কিন্তু উৎসব নয়” এই বার্তাকে সামনে রেখেই তার এই উদ‍্যোগ।

মধুমিতা রায়: “ভুখা মানুষ বই ধরো / ওটা তোমার হাতিয়ার”। দেশকে যখন অশিক্ষা কুসংস্কারের বেড়াজালে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলার চক্রান্ত চলছে, ঠিক সেইসময় দাঁড়িয়ে শ্রীপল্লীর প্রগতি বুক স্টল তার ধারাবাহিকতা বজায় রেখে মার্কসীয় ভাবনা ও উন্নত চিন্তা চেতনা প্রসূত প্রগতিশীল বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছেন বই প্রেমী মানুষ জনের জন্য। প্রায় চার দশক ধরে এই বুক স্টল তার ঐতিহ্য ধরে রাখতে পেরেছে। বই প্রেমী মানুষ জন শুধু নয়, কর্মসূত্রে বাইরে চলে যাওয়া মানুষ জনের কাছেও শ্রীপল্লীর এই বুক স্টল যেন এক মিলনকেন্দ্র।

উদ্যোক্তারা ও প্রগতি বুক স্টলের সঙ্গে যুক্ত সমস্ত মানুষ সারা বছর ধরে অপেক্ষা করে থাকে এই স্টলে সময় কাটানোর জন্য। বুক স্টল উদ্বোধন করেন সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড পার্থ মুখার্জি। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কমরেড সত্য চ্যাটার্জী সহ কর্মীবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা। আজও প্রগতিশীল পুস্তক বিপনন মানুষের চেতনার প্রগতির পথের দিশারী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।