রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

২৪শে সেপ্টেম্বর নার্সদের স্বাস্থ্যভবন অভিযান


চৈতালী নন্দী, চিন্তন নিউজ, ২২সেপ্টেম্বর: বিগত বেশ কয়েকবছর ধরে সরকারি হাসপাতালের নার্সরা তাদের দাবী পূরনের চেষ্টা করেও বার বার ব‍্যার্থ হয়েছেন। এই সরকার হাসপাতালের নার্সদের কোনো দাবীই পূরণ করেনি। কেউ অসুস্থ অবস্থায় ছুটি মঞ্জুর না হবার কারনে তাকে তার ডিউটি করে যেতে হচ্ছে। আবার কারোর পুত্রকন‍্যার বিবাহে ছুটি মঞ্জুর না হবার কারনে ডিউটি দিতে হচ্ছে,অথবা বাড়িতে অসুস্থ নিকটজনকে ফেলে রেখে ডিউটি করতে হচ্ছে।

এইভাবে দূর্বিসহ হয়ে উঠেছে সরকারি হাসপাতালের নার্সদের পারিবারিক জীবন। এই সব হাসপাতালগুলিতে কর্মীর  অভাবই নার্সদের এই জীবন যন্ত্রণা র কারন। দীর্ঘদিন বন্ধ নতুন কর্মী নিয়োগ। ফলে যেসব নার্সরা এখন চাকুরীরতা তাদের প্রত‍্যেক দিন বাড়ছে কাজের চাপ, যা এখন পাহাড় প্রমাণ আকার ধারন করেছে। শুক্রবার  কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তাদের কর্মজীবনের এই দুঃসহ যন্ত্রণার কথা শোনালেন ওয়েস্ট বেঙ্গল নার্সেস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা গীতা দে।

তিনি বলেন সরকারি হাসপাতালে বহির্বিভাগের সঙ্গে সঙ্গে বহুমুখী স্বাস্থ্য প্রকল্পের  আউটডোর নার্সিং এইসকল কর্মচারীদের কাজের বোঝা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এর সঙ্গে রয়েছে ছোট বড় নেতাদের তুঘলকি  ও অমানবিক আচরন  যা সামলাতে গিয়ে তারা বেহাল অবস্থার শিকার হচ্ছেন। এই অবস্থায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কারন দর্শানোর সুযোগটুকু পর্যন্ত না দিয়ে সাসপেন্ড এর চিঠি ধরিয়ে দেওয়া হয়। সেই কারনে সবসময় ভয়ে ভয়ে কাজ করতে গিয়ে তারা তাদের স্বতস্ফুর্ততা হারাচ্ছেন। এই কাজের নেই কোনো সময়সীমা, নেই ছুটির ব‍্যবস্থা, নেই কোনো পদোন্নতি।

এখনকার সরকার বিনা পয়সায় চিকিৎসার ধূয়ো তুলে প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। প্রকৃতপক্ষে নিখরচায় চিকিৎসার জন‍্যে যে পরিকাঠামো এই সব সরকারি হাসপাতালে থাকার কথা তা মূলত নেই। এর ফলে প্রতারিত হচ্ছে রোগীরা। উপযুক্ত পরিকাঠামোর অভাবে জেলা হাসপাতালে রেফার করতে বাধ‍্য হচ্ছেন কর্তব্যরত নার্সরা।

এর প্রতিবাদে  মোট ১৫ দফা দাবির সমর্থনে ২৪শে সেপ্টেম্বর রাজ‍্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতি ও নার্সিং কর্মচারীদের সমস্যা নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান এর ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সেস এ্যাসোসিয়েশন। স্বাস্থ্য ভবনের অনুমতি না মেলায় তারা করুনাময়ীর কাছে বৈশাখী মলের সামনে বেলা দেড়টার সময় জমায়েত হবেন।সেখান থেকে সংগঠনের নেতৃবৃন্দ স্বাস্থ্য ভবনে রাজ‍্যের স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দেবেন বলে জানা গিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে ইন্টার্ন নার্সদের ভাতা বৃদ্ধি ঘটিয়ে ১০০০০ টাকা করার কথা বলা হয়েছে।এছাড়াও বহুমুখী প্রকল্পে কর্মরত নার্সিং কর্মচারীদের নার্সিং ক‍্যাডারভুক্ত করার দাবি দীর্ঘদিনের। এর বাইরেও যে সব নার্সরা নাইট শিফ্টে কাজ করেন তাদের জন‍্যে বিশেষ ভাতার দাবি ও রয়েছে। ২০১২ সাল থেকে তাঁরা এ নিয়ে আন্দোলন করছেন। এছাড়া বর্ধিত ডিএ ও পে কমিশনের দাবী তো সব সরকারি কর্মচারীদের রয়েইছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।