চিন্তন নিউজ:৬ইনভেম্বর:–আতঙ্কিত মানুষ, আতঙ্কিত বাংলা, আতঙ্কিত ত্রিপুরা, আতঙ্কিত দেশের আপামর বাংলা ভাষাভাষী..কারণ, NRC এর বিভীষিকা..! হ্যাঁ, NRC অর্থাৎ জাতীয় নাগরিকপঞ্জী।
স্বাধীনতার ৭৩ বছর পরে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এক স্বাধীন দেশের নাগরিকদের..! তাও আবার তাদের, স্বাধীনতা সংগ্রামে যে জাতির অবদান সবচেয়ে বেশি..! তথাকথিত বৃটিশের দালাল’রা ঠিক করে দেবে যে, কারা প্রকৃত নাগরিক আর কারা নয়..!
কোটি কোটি টাকা খরচা করে তৈরি হয়েছে “ডিটেনশন ক্যাম্প”, সত্যিই এ এক অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি, যেন অঘোষিত জরুরি অবস্থা চলছে..!দেশের বর্তমান পরিস্থিতি অতীতের হিটলারি জমানার কথা স্মরণ করিয়ে দেয় বারবার..!
ইতিমধ্যে দেশবাসী NRC এর বীভৎসতা দেখেছে , এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছে ওখানকার মানুষ..!”ছেলে-মেয়ে নাগরিক তো বাবা-মা বহিরাগত”এই ধরনের নারকীয়, অমানবিক ভেদাভেদ শুরু করেছে ওখানে..!
আসামে ১৯ লক্ষ মানুষকে NRC এর আওতায় আনা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে ডিটেনশন ক্যাম্পে, বহু মানুষ আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন..!ফালু দাস নামের এক ব্যক্তি সমস্ত নথিপত্র জমা দেওয়ার পরেও নাগরিকত্ব পাননি, তাঁকে নিয়ে যাওয়া হয় ওই ডিটেনশন ক্যাম্পে, সেখানে তাঁর মৃত্যু হয়, তাঁর শরীরে নির্যাতনের ছাপ স্পষ্ট ছিল..!আবার মারা যাওয়ার পরে তাঁর মৃতদেহকে ভারতীয় বলা হচ্ছে..!নৃশংসতা, বীভৎসতা, সব মিলিয়ে এ এক পাষন্ডরাজ চলছে..!
একদিকে দারিদ্র্যতা, শিশুমৃত্যুতে দেশ সবার উপরে!
অন্যদিকে শ্রমিক ছাঁটাই, বেকারত্ব, লাভজনক সংস্থা বিক্রয়, কৃষক আত্মহত্যা, আগুন ছোঁয়া বাজারদর সবমিলিয়ে মানুষ দিশেহারা..!
চারিদিকে যখন এই অরাজক অবস্থা, তখন দেশের বিপদজ্জনক পরিস্থিতি থেকে বিপদগ্রস্ত মানুষের নজর ঘোরাতে এইসব সিদ্ধান্ত, এই NRC নামক কালা কানুনের সৃষ্টি করা হয়েছে..!
দেশ বাসি সবাই কি ভাবছেন বা কতটা বুঝতে পারছেন এই বিষাক্ত NRC এর বীভৎসতা সম্পর্কে সেটা এখনও পরিষ্কার ন য়।দেশবাসী যদি এখনো সচেতন না হন বা NRC এর বিরুদ্ধে প্রতিরোধের পথে না আসেন, তাহলে আগামীদিনে এক চুড়ান্ত বিপর্যয়ের মুখে পড়ার জন্য প্রস্তুত থাকতে হবে দেশবাসীকে।
কেউ যদি ভাবেন যে :- “তার সবকিছু নথিপত্র ঠিক আছে তাই তার কোনো ভয় নেই..”তবে তিনি চুড়ান্ত ভুল ভাবছেন..!কোনো বিশেষ ধর্মের মানুষ নয়, জাত-ধর্ম নির্বিশেষে আসলে মানুষ বিপদের মুখে রয়েছে..!
আসামে ফালু দাসের মৃত্যুর দিকে দেখুন, তাহলে বুঝবেন NRC এর ব্যাপারটা অত সহজ নয়,
যতটা সহজ আপনি ভাবছেন..!বাঙালি বিদ্বেষী এক সাম্প্রদায়িক শক্তি সুপরিকল্পিতভাবে বাঙালি জাতির উপর আক্রমণ হানছে, বাঙালি কে ছত্রভঙ্গ করে দেশ কে ধর্মের নামে টুকরো টুকরো করে দিতে চাইছে..!
মনে রাখা দরকার; এ রাজ্যে অনেক বস্তিবাসী আছেন যাদের কিছুই নেই, গ্রাম থেকে এসে পেটের জ্বালায় বস্তিতে আশ্রয় নিয়েছেন, নুন্যতম উপার্জন করেন, শিক্ষার আলো হয়ত আজো অধরা ওই মানুষগুলোর কাছে.. দলিল তো দূরে থাক, তাদের অধিকাংশেরই ভোটার আইডি কার্ডও ভুলে ভরা..! NRC কি সেটা ওরা জানে না..!
একবার ভাবুন; কি হবে ওদের..!?
সচেতন রাজনীতি বিদদের অাওহ্বান” আসুন আর বসে থাকবেন না বামপন্থীরা এই কালা কানুন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছে.. বামপন্থীদের আহ্বান.. আসুন, সবাই এই বীভৎস NRC এর বিরুদ্ধে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধে সামিল হই, শপথ হোক :- “আসামের পরিস্থিতি আর নয়,
রুখবো NRC এই বাংলায়..”।