মীরা দাস: চিন্তন নিউজ:১৮ই জুলাই:- ৬৫ বছরের উর্দ্ধে নাগরিকদের ক্ষেত্রে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে এই ভাবনা থেকে সরে আসতে হলো নির্বাচন কমিশনকে। একাধিক রাজনৈতিক দলের চাপের মুখে পড়তে হয়েছে কমিশনকে। তবে করোনায় আক্রান্ত ৮০ বছরের বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে পোস্টাল ব্যালটে ভোট দেবার সুযোগ থাকছে। এ বছরের শেষে বিহারের বিধানসভা ভোট, করোনা পরিস্থিতির কথা ভেবেই নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। প্রবীন ভোটারদের সংক্রমন থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নেয় কমিশন তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলির সাথে কোন আলোচনা করা হয়নি যার ফলে পরবর্তী কালে প্রশ্ন তোলে রাজনৈতিক দলগুলি। বেশ কয়েকটি দল নির্বাচন কমিশনকে চিঠি পাঠায়। তবে কমিশনের তরফে ৬৫ বছরের উর্দ্ধে নাগরিকদের ক্ষেত্রে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়টি প্রত্যাহার করে নিয়েছে। তবে করোনায় আক্রান্ত ৮০ বছর বয়সী বা তারও বেশি বয়সের নাগরিকদের ক্ষেত্রে পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে যে, কোয়ারান্টাইনে থাকা নাগরিক বা কোভিড যোদ্ধা অথবা বিশেষ চাহিদা সম্পন্নদের ক্ষেত্রে ও পোস্টাল ব্যালটে ভোট দানের সুযোগ থাকবে ।
