জেলা

উত্তর চব্বিশ পরগণা জেলা সংবাদ


চিন্তন নিউজ:২৪শেজুলাই:– সংবাদদাতা রেখা বোস:– সব চোর নেতা- মন্ত্রীদের গ্ৰেপ্তার করতে হবে। দূর্ণীতিগ্ৰস্থ সরকার ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সি পি এম দম দম এরিয়া কমিটির আহ্বানে কুমোর পাড়া পার্টি অফিস থেকে শুকুরালি মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।

অপরদিকে পাপিয়া বোস জানাচ্ছেন-।চোর ধরো ,জেল ভরো এই দাবিতে উত্তর চব্বিশ পরগণা জেলা এস‌এফ‌আই ও ডিওয়াইএফ‌আই এর বিক্ষোভ মিছিল সংগঠিত হয়


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।