চিন্তন নিউজ: ২৫শে সেপ্টেম্বর: আফতাবউদ্দিন আহমেদ—আজ রাজারহাট ব্লক কৃষক সমিতি ও রাজারহাট ক্ষেত মজুর ইউনিয়নের ডাকে বিষ্ণুপুর বটতলায় প্রতিবাদ সভা হয়। বক্তব্য রাখেন কমঃ আজিজার রহমান,রীতা ব্যানার্জি, বিনয় মণ্ডল,আহমেদ আলি, আফতাবউদ্দিন আহমেদ প্রমূখ। সাধারণ মানুষের উপস্থিতি উল্লেখযোগ্য! আগামী দিন কালা কৃষক বিলের বিরুদ্ধে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে তারই ইঙ্গিত পাওয়া গেল।
সংবাদদাতা—মুস্তাকিন আহমেদ:- রাজারহাট শহর ২ নং এরিয়া কমিটির ডাকে আজ কৃষি বিলের বিপক্ষে প্রতিবাদ সভা অবরোধ করা হয়। ব্যাপক সাধারণ মানুষ সমর্থন জানায়। উপস্থিতি চোখে পড়ার মত। কম প্রণব মণ্ডল সহ স্থানীয় নেতৃত্ব বক্তব্য রাখেন। উপস্থিত কমরেডরা শপথ নেন যে কোন মূল্যে এই কালা বিল প্রত্যাহার করাতে বাধ্য করবে।