জেলা

উত্তরবঙ্গ রষ্ট্রীয় পরিবহন সংস্থা যৌথ সংগ্রাম কমিটির অবস্থান বিক্ষোভ কর্মসূচি


নুরুল ইসলাম: চিন্তন নিউজ:৫ই অক্টোবর: এনবিএসটিইইউ ও এনবিএসটিডব্লিউইউ এর যৌথ উদ‍্যোগে পাঁচ দফা দাবিতে কোচবিহারে জমায়েত ও মিছিল সংগঠিত হয়।

প্রসঙ্গত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রক্ষা সহ শ্রমিক কর্মচারীর আশু দাবী আদায়ের স্বার্থে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাঁচাও যৌথ মঞ্চের আহ্বানে কোচবিহার পুরাতন আজ অর্থাৎ ০৫.১০.২০২০ তারিখ বাসস্ট‍্যান্ডের সামনে থেকে এক বিশাল মিছিল বের হয়ে কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষে পুরাতন বাসস্ট‍্যান্ডে অবস্থান মঞ্চে এসে অবস্থান বিক্ষোভ কর্মসূচী শুরু হয়।

সভায় যৌথ মঞ্চের বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেন । সভা শেষে নেতৃত্বরা মাননীয় ম‍্যানেজিং ডাইরেক্টর এর নিকট দাবী সম্বলিত ” স্মারকলিপি ” প্রদান ও ডেপুটেশনের উদ্দেশ্যে র‌ওনা হন ।দাবি গুলো– অবিলম্বে সমস্ত কনট্রাক্টচুয়াল কর্মীকে স্থায়ী কর্মী করতে হবে। রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে বেসরকারিকরণ করা যাবে না। সংস্থায় এজেন্সি প্রথা বাতিল করতে হবে। সমস্ত ঠিকা কর্মীদের তাদের ন্যায্য বেতন দিতে হবে। অবসরপ্রাপ্ত কর্মীদের সমস্ত বকেয়া মেটাতে হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।